টুকরো খবর
সমালোচনায় বিদ্বজ্জনেরা
সভায় বিশিষ্টরা। —নিজস্ব চিত্র।
রাজ্যের শিক্ষা-সংস্কৃতি আক্রান্ত, নেই গণতান্ত্রিক পরিবেশওরবিবার মেদিনীপুর শহরে এক যৌথ সমাবেশে এমনই অভিযোগে সরব হলেন বামপন্থী বিদ্বজ্জনেরা। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ, ভারতীয় গণনাট্য সঙ্ঘ, ভারতীয় গণসংস্কৃতি সঙ্ঘ, প্রগতি লেখক সঙ্ঘ এবং ভারতীয় লোকসংস্কৃতি পরিষদএই পাঁচটি সংগঠন যৌথ ভাবে রবীন্দ্র মূর্তির পাদদেশে ওই সমাবেশ করে। পুরস্কারের নামে সরকারকে সমর্থন করবার জন্য বিভিন্ন শিল্পীদের ভাতা দেওয়া হচ্ছে বলে সমাবেশে কটাক্ষ করেন চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। তিনি বলেন, “মহিলাদের সম্ভ্রমহানি চক্রবৃদ্ধি হারে বাড়ছে। আর সরকার ছোট্ট ঘটনা, চক্রান্ত বলে পাশ কাটিয়ে যাচ্ছে। সাংস্কৃতিক কাজকর্ম প্রায় নেই বললেই চলে। গঠনমূলক কোনও ভাবনাও নেই।” তাঁর প্রশ্ন, “কান্নার আওয়াজ ঢাকার জন্যই কী এত উৎসব? সময় এসেছে এ সব নিয়ে গভীর ভাবে ভাবার।” চলচ্চিত্র পরিচালকের কথায়, “আমার কোনও পার্টি নেই। কখনও ছিলও না। কিন্তু, কী দেখছি আমরা? ছেলেবেলা থেকে শিখেছি, শিক্ষক পিতার মতো। এখন দেখছি, শিক্ষক-অধ্যাপকদের উপর আক্রমণ করা হচ্ছে। প্রশাসনের প্রত্যক্ষ হাত আছে বলেই এমন ঘটনা ঘটছে।” এই পরিস্থিতিতে প্রতিরোধের প্রাচীর গড়ে তোলারও আহ্বান জানান তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন নাট্যকার চন্দন সেন, চলচ্চিত্র সমালোচক পার্থ রাহা, কবি মন্দাক্রান্তা সেন প্রমুখ।

ধর্ষণ, ধৃত যুবক
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অলোক মাহাতো। বাড়ি খড়্গপুর লোকাল থানার খড়িয়াশোলে। শনিবার ওই কিশোরীর পরিবারের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, প্রলোভন দেখিয়ে কলাইকুণ্ডা এলাকায় কিশোরীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক। রবিবার মেদিনীপুর সিজেএম আদালতে ধৃতের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। ২২ ফেব্রুয়ারি ফের তাকে আদালতে হাজির করা হবে। আজ, সোমবার মেদিনীপুর আদালতে ধর্ষিতা কিশোরী গোপন জবানবন্দি নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

শহরে ক্রিকেট
ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হল মেদিনীপুরে। ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের কমিটির উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। দু’দিনের টুর্নামেন্ট শেষ হয়েছে রবিবার। উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। দু’টি ওয়ার্ডের সব মিলিয়ে ১৬টি দল টুর্নামেন্টে যোগ দেয়। চ্যাম্পিয়ন মহাশক্তি ক্লাব, রানার্স শিবশক্তি ক্লাব।

কাউন্সিলরের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়্গপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর কমল কুণ্ডুর। বয়স হয়েছিল ৪৭। শুক্রবার রাতে সুভাষপল্লির বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। ’৯৫ সাল থেকে তিনি খড়্গপুর পুরসভার কাউন্সিলর ছিলেন। প্রথম দু’বার কংগ্রেসের প্রতীকে জেতেন। পরের দু’বার তৃণমূলের প্রতীকে।

মহিলা উদ্ধার
উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে এক মহিলাকে উদ্ধার করল গড়বেতা থানার পুলিশ। পরে মেদিনীপুরের মহকুমাশাসক (সদর) তাঁকে হোমে রাখার বন্দোবস্ত করেন। রবিবার ওই মহিলাকে হোমে পাঠানো হয়। পুলিশ জানতে পেরেছে, মহিলার নাম অনু সরকার। বয়স ৫০। বাড়ি জলপাইগুড়ি জেলার বানারহাট থানার গয়েরকাটায়। ট্রেনে করেই তিনি গড়বেতায় আসেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

শিক্ষক সম্মেলন
পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন হল পিংলায়। রবিবার স্থানীয় এক প্রাথমিক স্কুল ক্যাম্পাসে সম্মেলন আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু, গৌতম জানা প্রমুখ। শনিবার সমিতির সম্মেলন হয়েছে সবংয়ে। উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো, অমূল্য মাইতি প্রমুখ।

উরসে ট্রেন
উরস উৎসব উপলক্ষে দক্ষিণ-পূর্ব রেল কয়েক জোড়া বিশেষ ট্রেন চালাবে। ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি যথাক্রমে এক, দুই ও এক জোড়া বিশেষ ইএমইউ লোকাল চালানো হবে হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত। গত ৪ ফেব্রুয়ারি আদ্রায় রেলের এক অনুষ্ঠানে গিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। উরস উপলক্ষে বিশেষ ট্রেন চালানোর জন্য অনেকেই তাঁকে অনুরোধ করেন।

মিছিল
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে ২০-২১ ফেব্রুয়ারির ধর্মঘটের সমর্থনে অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টারের উদ্যোগে রবিবার মিছিল-সভা হল শহরে।

প্রতিবাদ সভা
অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল তুলে দেওয়া, স্কুল স্তরে যৌন শিক্ষা চালু এবং শিক্ষার বেসরকারিকরণ ও ব্যবসায়ীকরণের প্রতিবাদে শনিবার এক প্রতিবাদ সভা হল ডেবরার বালিচকে।

কোথায় কী

সোমবার

গোদাপিয়াশাল চারুবালা বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদ্যালয়ের পত্রিকা ‘মুকুলিকা’-র প্রকাশ। সকাল ১১ টা থেকে শুরু।

হয়েছে

‘কাগজের নৌকা’-র গাঁদা দোপাটি সংখ্যা। বাসুদেব মণ্ডল ও বরুণ বিশ্বাস সম্পাদিত
এই সাময়িকীর বয়স ৩০ পার হতে চলল। অনুগল্প, কবিতা ও প্রবন্ধ অলচিকি লিপির
সৃষ্টিকর্তা পণ্ডিত রঘুনাথ মুর্মুকে নিয়ে সুভাষ পালের প্রবন্ধ উল্লেখযোগ্য।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.