দুই নায়ক, দুই বিস্ফোরণ।
রিয়াল মাদ্রিদের বর্তমান যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হন, তা হলে রিয়ালের অতীতের তালিকায় স্যামুয়েল এটোকে রাখতেই হবে। কিন্তু ঘটনাচক্রে দুই নায়কের এখন দুই পরিস্থিতি। লা লিগায় যখন রোনাল্ডো হ্যাটট্রিক করছেন সেভিয়ার বিরুদ্ধে, রিয়াল জিতছে ৪-১, এটো তখন ভুগছেন মৃত্যু-আতঙ্কে। জানাচ্ছেন, নিজের দেশের ফুটবল ফেডারশনই তাঁকে খুনের হুমকি দিয়েছিল! |
ঠিক কী হয়েছে? ক্যামেরুনের ফুটবল সংস্থার সঙ্গে বেশ কিছু দিন ধরেই সমস্যা চলছিল এটোর। গত সপ্তাহে আবার এটো সহ দশ ফুটবলার তানজানিয়ার বিরুদ্ধে ম্যাচে নামতেও অস্বীকার করেন ফেডারেশনের থেকে বকেয়া টাকা না পাওয়ায়। যার ফলে ‘আফ্রিকান কাপ অব নেশনসে’ যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় ক্যামেরুন। এর পর পরই নাকি এটো খুনের হুমকি পান। রবিবার এক সাক্ষাৎকারে এটো রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে বলেছেন, “ফেডারেশন কর্তারা আমার টাকা মেটাতে পারেননি। দেশের ফুটবলের কথা না ভেবে ওরা নিজেদের স্বার্থ দেখতে ব্যস্ত। তা ছাড়া ওঁরা আমাকে মেরে ফেলতেও চেয়েছেন।” প্রণনাশের ভয়ে আতঙ্কিত এটো পুলিশি সাহায্য পর্যন্ত চেয়ে বসেন। আতঙ্ক রোনাল্ডোও তৈরি করলেন, তবে সেভিয়ার ফুটবলারদের উপর। লা লিগার শেষ ম্যাচে গ্রানাডার কাছে ০-১ হেরেছিল রিয়াল মাদ্রিদ। আর এ দিন হ্যাটট্রিক করে ফের রিয়ালকে জীবনের হাইওয়েতে এনে ফেললেন সিআরসেভেন। রিয়ালের অন্য গোলটি করলেন করিম বেঞ্জিমা। রিয়ালের মতো গেটাফেকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিল বার্সেলোনাও। জিতল ৬-১। গোল করলেন মেসি, সানচেজ, দাভিদ ভিয়া, তেলো, ইনিয়েস্তা এবং পিকে। |