টেনিসকে কলঙ্কমুক্ত রাখতে সরব হলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। লান্স আর্মস্ট্রংয়ের ডোপিংয়ের স্বীকারোক্তি যে ভাবে সাইক্লিংয়ের ক্ষতি করেছে, সে রকম ঘটনা যাতে টেনিসে না ঘটে, সে বিষয়ে সতর্ক করছেন নাদাল। পারফরম্যান্স বর্ধক ড্রাগের ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত টেস্ট করাতে পারলে প্রকৃত দোষীদের ধরা সম্ভব হবে। তবে এই পুরো প্রক্রিয়াতেই একজন অ্যাথলিটের সম্মান রক্ষার কথা মনে করিয়ে দিচ্ছেন এগারো বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল।
“প্রকৃত দোষীদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। তবে সবাইকে জানিয়েই ডোপ টেস্ট হওয়া উচিত।” মনে করছেন নাদাল। টেস্টের ক্ষেত্রে কাউকেই না ছেড়ে আরও কঠোর হওয়ার বার্তা দিয়ে নাদাল বলছেন, “গত সাত মাসে চোটের কারণে না খেললেও আমাকেও অনেক টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটাও সবার জানা উচিত।”
গত জুনে উইম্বলডনে লুকাস রসোলের কাছে দ্বিতীয় রাউন্ডে হারার পর থেকে চোটের কারণে খেলার বাইরে নাদাল। চোট সারিয়ে চিলির টুর্নামেন্টে জয় দিয়েই ফিরেছেন তিনি। ফ্রান্সের জেরেমি চার্ডিকে ৬-২, ৬-২ এ হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন নাদাল। “আগের দিনের থেকে সেমিফাইনালে আমি ভাল খেলেছি। ফাইনালেও একই ভাবে খেলাটাকে উপভোগ করতে চাই।” বলছেন নাদাল। |
এই সাত মাসের বিশ্রামে অবশ্য শুধু যে কোর্টে ফেরার লড়াই করেছেন নাদাল, তা কিন্তু নয়। এই কয়েক মাসে নিজের ব্যবসায়িক জীবনেও যথেষ্ট নজর দেন তিনি। তাঁর দীর্ঘ দিনের এজেন্ট কার্লোস কোস্তার সঙ্গে খুলে ফেলেছেন এক নতুন ম্যানেজমেন্ট সংস্থা, যারা সারা দুনিয়ার খেলোয়াড়দের ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজও করবে। রবিবারই নাদালের এজেন্ট এই খবর জানিয়ে বলেন, “১ জানুয়ারি থেকে এই কোম্পানির কাজ শুরু হয়েছে। টেনিস, গল্ফ ও ফুটবলের বেশ কয়েকজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করবে নাদালের কোম্পানি, নাদাল ছাড়াও যার আর এক অংশীদার তাঁর দীর্ঘদিনের ম্যানেজার কার্লোস কোস্তা।”
এর আগে নাদালের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল বিখ্যাত মার্কিন ম্যানেজমেন্ট সংস্থা আইএমজি। কোস্তা ছিলেন সেই সংস্থারই প্রতিনিধি। তিনিই বিশ্বসেরা টেনিস তারকার এনডোর্সমেন্ট, অ্যাপিয়ারেন্স ইত্যাদি দেখাশোনা করতেন। ২০১২-য় এনডোর্সমেন্ট থেকে প্রায় আড়াই কোটি ডলার আয় করেন স্প্যানিশ টেনিস তারকা। বিশ্বের ধনী খেলোয়াড়দের তালিকায় তাঁকে ১৬ নম্বরে রাখে বিখ্যাত ‘ফোর্বস’ ম্যাগাজিন। তবে গত বছরের শেষেই তাঁর এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এ বার তাঁর নিজের কোম্পানিই নাদালের এনডোর্সমেন্টসহ যাবতীয় ব্যবসায়িক কার্যকলাপ দেখবে। |