ইন্দোনেশিয়ার বিরুদ্ধে পরবর্তী ডেভিস কাপ টাইয়ে এস পি মিশ্র ভারতীয় দলের নন প্লেইং ক্যাপ্টেন থাকলেও মহেশ ভূপতি, রোহন বোপান্না, সোমদেব দেববর্মনরা কোর্টে নামবেন। যদিও এআইটিএ-র পক্ষ থেকে তাদের আগে বলা হয়েছিল, কোরিয়ার বিরুদ্ধে গত টাই-ই মিশ্রর অধিনায়ক হিসেবে বিদায়ী টাই ছিল। কিন্তু এখন এআইটিএ সেই নিয়ে আর উচ্চবাচ্য করছে না দেখে, সোমদেবরা প্রশ্ন তুলছেন বিষয়টি নিয়ে। শনিবার তিনি এআইটিএ-র কাছে যে ই মেল পাঠান, তাতেও তিনি জানতে চেয়েছেন, ভারতীয় ডেভিস কাপ দলের পরবর্তী অধিনায়ক কে হতে চলেছেন?
এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি এআইটিএ কর্তারা। তবে মিশ্র অধিনায়কের পদে থাকলেও সোমদেবরা ইন্দোনেশিয়া টাই খেলবেন বলে জানালেন প্রাক্তন তারকা জয়দীপ মুখোপাধ্যায়, যাঁকে নবগঠিত ইন্ডিয়ান টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি করা হচ্ছে। সরকারি ভাবে এই ঘোষনা করা না হলেও, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কমনওয়েলথ গেমস ও অলিম্পকের সময় নির্বাচক কমিটির উপদেষ্টার ভূমিকায় থাকা জয়দীপ এখন মহেশদের সুরে সুর মিলিয়ে বলছেন, “নির্বাচক কমিটিতে অবশ্যই এক জন খেলোয়াড়দের প্রতিনিধি থাকা উচিত। এটা শুধু টেনিসে নয়, সব খেলাতেই এই নিয়ম চালু হওয়া উচিত। আমাদের সংস্থা সারা দেশে সব খেলার জন্যই এই দাবি তুলবে।” |