টুকরো খবর
রাজ্য ক্রিকেট
পলাশন বিবেকানন্দ ক্লাব ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত সারা বাংলা ক্রিকেটে খেতাব জিতল পুরুলিয়া উত্তম একাদশ। তারা ফাইনালে তারকেশ্বর সৃজণী ক্লাবকে ৬৮ রানে হারায়। প্রথমে উত্তম একাদশ করে ১৬ ওভারে ১৮৭-৫ রান। দলের বিদ্যুৎ বাউরি ৫৯ রান নট আউট ও প্রকাশ প্রসাদ ৪২ রান করেন। তারকেশ্বর ১১৯ রান করে অলআউট হয়ে যান। জয়দেব ভকতের ২৬-ই সর্বোচ্চ। উত্তমের বিজয় শুক্ল ২৫ রানে ৪ উইকেট দখল করেন। প্রতিযোগিতায় তিনটি শতরানের জন্য সেরা হয়েছেন, প্রকাশ প্রসাদ।

পিং-পং কূটনীতি খ্যাত খেলোয়াড় মৃত
মারা গেলেন পিং-পং কূটনীতি খ্যাত টেবিল টেনিস খেলোয়াড় ঝুয়াং জেদং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। ১৯৭২ সালের ঘটনা। মার্ক্সবাদ ও পুঁজিবাদের মধ্যে তত্ত্বগত যুদ্ধের অবসান ঘটিয়ে চিন ও আমেরিকা বন্ধুত্বের পথ অবলম্বন করে। সেই বন্ধুত্বের মাইলফলক ছিল পিং-পং কূটনীতি। চিনের মাটিতে হাজির হয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, প্রাক্তন মার্কিন বিদেশসচিব হেনরি কিসিঞ্জার প্রমুখেরা। পিং-পং কূটনীতির সেই স্পোর্টস ইভেন্টে একাধিক বিভাগে জয়ী হয়েছিলেন জেদং।

সেরা কৃত্তিকা
ইনদওরে আয়োজিত যুব ও জুনিয়র টেবল টেনিসে মেয়েদের যুব বিভাগের সিঙ্গলসে জয়ী বাংলার কৃত্তিকা সিংহরায়। ফাইনালে অঙ্কিতা দাসকে ৪-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল কৃত্তিকা। গোটা টুর্নামেন্টেই অপরাজিত ছিল বাংলার খেলোয়াড়।

বাবা হলেন সৌরাশিস
বাংলা দলে ফিরে আসার আটচল্লিশ ঘণ্টার মধ্যে নতুন সুখবর সৌরাশিস লাহিড়ির জন্য। রবিবার বাবা হলেন তিনি। শহরের এক বেসরকারি নার্সিং হোমে এ দিন তাঁর ছেলে হয়েছে।

জয়ী কালীঘাট
মিহির কুমার দে স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত ফুটবলে রবিবারের খেলায় জিতল কালীঘাট এমএস। চিত্তরঞ্জন শ্রীলতা মাঠে তারা শিবাজি সঙ্ঘকে ৩ গোলে হারায়। ম্যাচের সেরা বিজয়ী দলের ক্রিস্টোফার।

চ্যাম্পিয়ন রাঁচি
এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত উদ্বোধনী হকি ইন্ডিয়া লিগ জিতে নিল রাঁচি রাইনোস। ঘরের মাঠে ভর্তি গ্যালারির সামনে দিল্লি ওয়েভরাইডার্সকে তারা হারাল ২-১। পঁচিশ মিনিটে সাইমন চাইল্ডের গোলে এগিয়ে যায় দিল্লি। দ্বিতীয়ার্ধে পাল্টা লড়াইয়ে ম্যাচে ফিরে আসে রাঁচি। গোল করেন অস্টিন স্মিথ এবং মনপ্রীত সিংহ।

ডোপিং: কঠোর হওয়ার বার্তা
বিশ্ব ফুটবলকে ডোপিংমুক্ত করতে আরও কঠোর হওয়া উচিত বলে মনে করছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। আর এ জন্য সব ফুটবলারের রক্ত পরীক্ষার কথাও বলছেন ওয়েঙ্গার। “ফুটবলকে ডোপিং মুক্ত করতে সমস্যার আরও গভীরে গিয়ে সমাধান করতে হবে। উয়েফা এ ক্ষেত্রে কোনও পদক্ষেপ নিলে আমার সমর্থন থাকবে। তবে ফুটবলারদেরও এ বিষয়ে এগিয়ে আসা উচিত।” বলছেন ওয়েঙ্গার।

শাস্তির মুখে প্রবীণ
বোর্ডের শাস্তির মুখে পড়লেন ফাস্ট বোলার প্রবীণ কুমার। ভারতীয় বোর্ডের কর্পোরেট ট্রফির ম্যাচে বিপক্ষের ক্রিকেটার ও আম্পায়ারদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য আসন্ন বিজয় হাজারে ট্রফির ম্য্যচে প্রবীণের খেলার উপর নিষেধাজ্ঞা জারি করল বোর্ড। বোর্ডের সিদ্ধান্তের পর উত্তরপ্রদেশের বিজয় হাজারে ট্রফির পনেরো জনের দল থেকে প্রবীণকে বাদ দেওয়া হয়। কর্পোরেট ট্রফির ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে ম্যাচে খারাপ ব্যবহারের জন্য ওএনজিসির প্রবীণ কুমারকে আগে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছিল বোর্ড।

হেরে গেল মুম্বই
ইরানি ট্রফি নিয়ে হরভজন সিংহ। ছবি: পিটিআই
প্রত্যাশিত ভাবেই ইরানি কাপে মুম্বইকে হারিয়ে জয় পেল অবশিষ্ট ভারত একাদশ। ইরানি ট্রফির শেষ দিনের খেলায় অবশিষ্ট ভারত ৩৮৯ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। অবশিষ্ট ভারতের সুরেশ রায়না ৬৯ রান করেন। ম্যাচের ৬৩ ওভার বাকি থাকতে জয়ের জন্য ৫০৭ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে মুম্বই। নিজের দুরন্ত পারফরম্যান্স বজায় রেখে দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরি (১০১) করেন ওয়াসিম জাফর। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের আটচল্লিশতম সেঞ্চুরি করলেন জাফর। তবে মুম্বই যখন চার উইকেটে ১৬০, প্রথম ইনিংসের রানের ভিত্তিতে জয়ী ঘোষিত হয় অবশিষ্ট ভারত একাদশ। অবশিষ্ট ভারতের হরভজন সিংহ দুটি উইকেট নিয়েছেন।

সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডে সিরিজে ৫-০ হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। লড়াই করেও শেষ পর্যন্ত সম্মানরক্ষার ম্যাচে জয় হাতছাড়া হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ২৭৪। অ্যাডাম ভোগসের অপরাজিত শতরান (১১২) অস্ট্রেলিয়াকে বড় স্কোরের দিকে এগিয়ে দেয়। জয়ের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৫৭ রানে অল আউট হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস সেঞ্চুরি (১০০) করেন। অস্ট্রেলিয়ার ক্লিন্ট ম্যাকয় ও মিচেল জনসন তিনটি করে উইকেট নেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.