ইস্টবেঙ্গলের সুবিধা করে দিল ইউনাইটেড স্পোর্টস। ররিবার গোয়ার মাঠে চার্চিলের সঙ্গে ২-২ ড্র করেন র্যান্টি মার্টিন্সরা।
শনিবার ডার্বিতে ড্র করার পর মুষড়ে পড়েছিল চিডি, মেহতাবরা। তবে এলকো সাটোরির দলের সৌজন্যে ২৪ ঘণ্টা পরেই আবার চনমনে মর্গ্যান ব্রিগেড। অন্য দিকে এয়ার ইন্ডিয়ার কাছে ডেম্পোও হেরে যাওয়ায় লাল-হলুদের রবিবারের প্রাপ্তির ভাঁড়ারটা কানায় কানায় পূর্ণ হয়ে গেল!
এ দিন প্রথম আধ ঘণ্টায় আক্রমের গোলে এগিয়ে যায় চার্চিল। বিরতির ঠিক আগে সমতা ফেরান র্যান্টি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পেনাল্টি থেকে বেটোর যে গোলে সুভাষ ভৌমিকের দল এগিয়ে যায়, সেটা নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে ইউনাইটেড শিবিরে। এলকোর দাবি, “পেনাল্টি ছিল না।” তবে সমতা ফেরাতে সময় নেননি রফিক। কিন্তু তিন পয়েন্ট হাতছাড়া হওয়ায় হতাশ র্যান্টি। ম্যাচের পর ইউনাইটেডের গোলমেশিন তো বলেই দিলেন, ‘‘আমাদের জেতা ম্যাচ ছিল। ওই ম্যাচটা থেকে তিন পয়েন্ট পেলে মানসিক ভাবে উদ্দীপ্ত হতাম।”
এ দিকে ইউনাইটেড শিবিরের জন্য সুখবর, ১৫ ফেব্রুয়ারি শহরে ফিরছেন কার্লোস হার্নান্ডেজ। বাবা মারা যাওয়ায় প্রায় এক মাস আগে কোস্টারিকা ফিরে যান বিশ্বকাপার। কার্লোস ফিরছেন না দেখে মাঝে অবশ্য তাঁকে হুমকি মেলও করেছিলেন কর্তারা। এখনও ইউনাইটেডের কর্তা নবাব ভট্টাচার্য বলছেন, “ও আমাদের ১৫ ফেব্রুয়ারি ফেরার কথা জানিয়েছে। তবে আগে ফিরুক। না ফেরা পর্যন্ত কিছু বলা যায় না।”
পাশাপাশি রবিবার ওএনজিসি’র কাছে ১-০ গোলে ইউনাইটেড সিকিম (২০ ম্যাচে ১২ পয়েন্ট) হেরে গিয়ে কিছুটা সুবিধা করে দিল বাগানের (১৫ ম্যাচে ৬ পয়েন্ট)। অন্য দিকে ডেম্পোকে ২-১ গোলে হারিয়ে ওডাফাদের চাপ বাড়াল এয়ার ইন্ডিয়া (১৭ ম্যাচে ১৮ পয়েন্ট)। |