আইসিসি সূচি অনুযায়ী ২২ তারিখ থেকে বাইশ গজে লড়াই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। কিন্তু মাঠের যুদ্ধ শুরু হওয়ার আগে অন্য লড়াইয়ে নেমে পড়লেন অস্ট্রেলীয়রা। “ভারতীয় স্পিনারদের জন্য আমরা তৈরি” বলে হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান এড কাওয়ান।
ভাগে ভাগে ভারতে আসছে অস্ট্রেলিয়া। প্রথম যে দলটা এখন চেন্নাইয়ে প্র্যাক্টিস করছে, তার মধ্যে আছেন মাইকেল ক্লার্কের দলের অন্যতম ওপেনার কাওয়ানও। এ দিন প্র্যাক্টিসের পর যিনি সাফ বলে দিলেন, “আমরা অস্ট্রেলিয়ায় অশ্বিনকে দেখেছি। তা ছাড়া ভারত-ইংল্যান্ড সিরিজের ভিডিও দেখেছি। ভারতীয় স্পিনারদের কী ভাবে সামলাব, তার প্ল্যান তৈরি আছে।”
কাওয়ানের কথা থেকে পরিষ্কার, ভারতীয় স্পিনারদের পাল্টা আক্রমণের ছক তৈরি আছে ক্লার্ক-বাহিনীর। বলছিলেন, “আমরা জানি, চেনা পরিবেশে ভাল বল করবে ওদের স্পিনাররা। সে দক্ষতা ওদের আছে। কিন্তু ওই যে বললাম, আমরাও তৈরি। ওদের আক্রমণ করে ভোঁতা করার জন্য।” অস্ট্রেলিয়ার হয়ে ১৩ টেস্ট খেলা ৩০ বছর বয়সি এই বাঁ হাতি ব্যাটসম্যান আরও পরিষ্কার করে দিচ্ছেন দলের স্ট্র্যাটেজি। “ভারতীয় স্পিনারদের উপর সারাক্ষণ চাপ রেখে যেতে হবে। আমরা ইংল্যান্ড সিরিজে দেখেছি, যারাই স্পিনারদের মেরেছে, তারাই সফল হয়েছে। ব্যাপারটা আমাদের মাথায় আছে। আমরা একই কাজ করতে চাই।”
টিমের সঙ্গে সঙ্গে তিনি নিজেও যে ভাল মতো তৈরি হয়ে এসেছেন, সেটা বলছিলেন কাওয়ান। ঠিক কী রকম প্রস্তুতি নিয়ে এসেছেন আপনারা? “প্রথম শ্রেণির ক্রিকেট থেকে খানিকটা বিশ্রাম পাওয়ায় আমরা ৫-৬ সপ্তাহর একটা ব্যাটিং ক্যাম্প করি। যেখানে স্পিনের বিরুদ্ধে ব্যাট করাটাই আমাদের প্রধান লক্ষ্য ছিল। কোচেদের সঙ্গে কথা বলে নিজের ব্যাটিংয়ে কয়েকটা রদ বদল করেছি। মাঠে সেগুলো কাজে লাগাতে চাই,” বলেছেন আত্মবিশ্বাসী কাওয়ান। |