প্রিন্টারের কার্ট্রিজের কালি ফুরালেই তা বাতিলের জমানা শেষ। ফের তাতে কালি ভরে আরও কিছু দিন চালানোর সুযোগ নিয়ে ইতিমধ্যেই হাজির হয়েছে কিছু সংস্থা। যে তালিকায় সামিল কলকাতার রিটম্যান গোষ্ঠীও। বাতিল কার্ট্রিজে নতুন করে কালি ভরে (রিফিল) পুনর্ব্যবহারযোগ্য করে তোলার ব্যবসায় নেমেছে তারা। এ জন্য রিটম্যান গাঁটছড়া বেঁধেছে সিঙ্গাপুরের ফুলমার্ক সংস্থার সঙ্গে।
সংশ্লিষ্ট মহলের দাবি, ভারতে এখন বছরে প্রায় ৪০ লক্ষ লেজার ও ৮০ লক্ষ ইঙ্কজেট কার্ট্রিজ ব্যবহৃত হয়। এর ব্যবসা বাড়ছে বার্ষিক প্রায় ৩০% হারে। আর পুনর্ব্যবহারযোগ্য কার্ট্রিজের বাজার প্রায় ৪০০০ কোটি টাকার।
রিটম্যান গোষ্ঠীর সিইও পরাগ মজমুদার জানান, তাঁদের ‘রিফিল’ কেন্দ্র ‘ইজিফিল’-এ গিয়ে যে কোনও ধরনের কার্ট্রিজেই বেশ কয়েকবার কালি ভরে তা ব্যবহার করা যাবে। যে যন্ত্রের সাহায্যে কালি ভরা হবে, সেটিও ভবিষ্যতে ব্যারাকপুরে তৈরির করার জন্য একটি কারখানা গড়ার পরিকল্পনা আছে তাঁদের। সে ক্ষেত্রে ওই যন্ত্রটি দিয়ে যে কেউ অনেক বেশি বার কার্ট্রিজে কালি ভরে নিতে পারবেন। পরাগের দাবি, কার্টিজ তৈরি ও তা বাতিলের ক্ষেত্রে সার্বিক ভাবে দূষণ বাড়ে। ফলে তা পুনর্ব্যবহারে সেই দূষণও অনেক কমবে। প্রসঙ্গত, ইজিফিল-এর ডিলার হিসেবে মহিলা শিল্পোদ্যোগী নিয়োগ করবে রিটম্যান। |