টুকরো খবর
শেষ হল কর্মশালা
পাণ্ডুলিপি বিদ্যা ও লিপিতত্ত্ব বিজ্ঞান নিয়ে বিশ্বভারতীতে ২১ দিন ধরে চলা জাতীয় স্তরের কর্মশালা শেষ হল। জাতীয় পাণ্ডুলিপি মিশনের সহায়তায় এই কর্মশালার আয়োজন করেছিল বিশ্বভারতীর ওড়িয়া বিভাগ। কর্মশালায় যোগ দিয়েছিলেন ওড়িশা ও বাংলার ছত্রিশ জন গবেষক। রবিবার বিভাগীয় প্রধান সবিতা প্রধান বলেন, “পুথি সম্পাদনা, সংগ্রহ, সংরক্ষণ, পাঠোদ্ধার ও পুথি তৈরির নানা পদ্ধতি নিয়ে এই কর্মশালা হয়েছে। বিভিন্ন প্রকার প্রাচীন ভারতীয় লিপি নিয়ে আলোচনা হয়েছে।” শেষ দিন উপস্থিত ছিলেন প্রাক্তন উপাচার্য সুজিতকুমার বসু। অন্য দিকে, রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন নিয়ে রবিবার প্রথম পর্যাদের একটি কর্মশালা হয়েছে বিশ্বভারতীর লিপিকা অডিটোরিয়ামে। উদ্যোক্তা রবীন্দ্রভবন। কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। বিশ্বভারতীর মুখপাত্র অমৃত সেন বলেন, “২৪ ফেব্রুয়ারি ফের দ্বিতীয় পর্যায়ের কর্মশালা হবে।”

জিতলেন উপাচার্য
অন্য ভূমিকায়। ব্যাট হাতে উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। রবিবার তোলা নিজস্ব চিত্র।
নির্ধারিত ওভারের ৫টি বল বাকি থাকতে ৯ উইকেটে জয়ী হল উপাচার্য একাদশ। এক দিনের বন্ধুত্বপূর্ণ এই ম্যাচে উপাচার্য একাদশের কাছে হারল অধিকর্তা একাদশ। ৩৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জয়ী দলের মোজারুল হামিদ। কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় বাড়াতে রবিবার শান্তিনিকেতনের আশ্রম মাঠে হয়ে গেল এই বন্ধুত্বপূর্ণ ম্যাচ। উপাচার্য একাদশের অধিনায়ক তথা বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বলেন, “বিশ্বভারতীর বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় গড়ে তোলার পাশাপাশি শরীর চর্চার জন্য শুধু ক্রিকেট নয়, ফুটবল, ভলিবল-সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।” এ দিনের খেলায় টস জিতে অধিকর্তা একাদশের অধিনায়ক মণিমুকুট মিত্র প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ৯০ রান করে অধিকর্তা একাদশ। জবাবে ৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় উপাচার্য একাদশ। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৬ বলে ৬ রান করেন উপাচার্য।

গ্রেফতার দুই
এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন গ্রামের পুকুরঘাটে গিয়েছিল নবম শ্রেণির ওই ছাত্রী। সেই সময় সাদ্দাম শেখ ও রানা শেখ নামে দুই যুবক তাকে অঙ্গনওয়াড়িকেন্দ্রে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রীর চিৎকার শুনে বাসিন্দারা এসে তাদের ধরে ফেলেন। পুলিশ জানায়, ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সাদ্দাম ও রানাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হলে ১৪ দিন জেলহাজত হয়।

পুড়ে ছাই
ভস্মীভূত হয়ে গেল ধানের পালুই-সহ দু’টি কাঁচা বাড়ি। রবিবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে খয়রাশোল থানা এলাকার আমলাকুড়ি গ্রামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.