নলহাটিতে প্রচারে শিল্পমন্ত্রী
লীয় প্রার্খী বিপ্লব ওঝা-র সমর্থনে নলহাটিতে প্রচার সারলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার বিকালে প্রথমে তিনি নলহাটির পাইকপাড়া গ্রামে সভা করেন। পরে সন্ধ্যায় নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো মাঠে সভা করেন। সঙ্গে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। পার্থবাবু প্রথমেই বামেদের একহাত নিয়ে বলেন, “সিপিএম কই? এখানে তো সিপিএমকে দেখছি না! ফরওয়ার্ড ব্লকের সিংহের তো তাদেরই উপরে ভরসা। জনগণ সিপিএমকে প্রত্যাখ্যান করেছে, তাই আর তাদের দেখা মিলছে না।” পরে দিন বক্তৃতা চলাকালীন মাইকে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে পার্থবাবু রসিকতা করে বলে ওঠেন, “জেনারেটরের লোকটির কাছে খোঁজ নিন। ওখানে কেউ ঢুকে পড়েনি তো?”
সামনের সারিতে খুদেরা। রবিবার তোলা নিজস্ব চিত্র।
এ দিন সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বীরভূমের মেয়ে’ আখ্যা দিয়ে জনতার উদ্দেশে পার্থবাবু আরও বলেন, “দিদির স্বপ্ন ছিল সিপিএমকে উৎখাত করা। তিনি তা করেছেন। আপনাদের ভোট এখন আমাদের কাছে মূল্যবান। উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আমাদের ভোট দিন।” এ ছাড়া শিল্পমন্ত্রী জানিয়েছেন, বীরভূমের সমস্ত পীঠগুলিকে একত্রিত করে পর্যটনে বিশেষ নজর নেওয়া হবে। সেখানে বেকার যুবকদের কাজ দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
বই বিলি। নতুন সকাল নামে একটি সংস্থা সিউড়ির শিক্ষক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১০০ জন দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেয়। ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ও অবসরপ্রাপ্ত শিক্ষক বারিদবরণ বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক নারায়ণ ভট্টাচার্য-সহ বিশিষ্টজন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.