টুকরো খবর
কালনায় শিশু কিশোর উৎসব
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কালনা পূর্ব চক্রের উদ্যোগে অনুষ্ঠিত
হল শিশু কিশোর উৎসব কুঁড়ির মেলা - ২০১৩।—নিজস্ব চিত্র।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কালনা পূর্ব চক্রের উদ্যোগে অনুষ্ঠিত হল শিশু কিশোর উৎসব কুঁড়ির মেলা - ২০১৩। রবিবার কালনা মহারাজা উচ্চবিদ্যালয়ে ওই অনুষ্ঠানে একটি মঞ্চের নামকরণ করা হয় প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে। ৬০টি স্কুলের প্রায় ৭০০ প্রাথমিক পড়ুয়া বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দেয়। ধাত্রীগ্রামের প্রতিবন্ধী সাঁতারু শ্রেয়া ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হয়। ছিলেন ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার।

দেওয়াল লিখনের সময়েগুলি, অভিযুক্ত সিপিএম
দেওয়াল লিখনের সময় তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়ে গুলি ছোড়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, তারা পাল্টা প্রতিরোধ করতে গেলে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা একটি বাইক ফেলে পালায়। সেটির ডিকিতে একটি পাইপগান পাওয়া গিয়েছে। সেটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত কেকেএসসির স্থানীয় সম্পাদক সোমনাথ মণ্ডল জানান, শোনপুর বাজারি ট্রেনিং সেন্টারের কাছে একটি দেওয়ালে তাঁরা বন্ধের বিরুদ্ধে শ্লোগান লিখছিলেন। সিপিএম নেতা অভিজিৎ কুণ্ডু অনেককে নিয়ে হঠাৎ সেখানে হাজির হন। তাঁদের উদ্দেশে গালি দেন ও এক রাউন্ড গুলি চালায়। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে একটি বাইক ও একটি পাইপগান বাজেয়াপ্ত করা হয়েছে। সিপিএমের জামুড়িয়া অজয় জোনাল সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, ২১ তারিখের বন্ধ নিয়ে সিটু-সহ অন্যান্য ইউনিয়নগুলির জয়েন্ট অ্যাকশন কমিটির প্রচার সভা ছিল ওই এলাকায়। তাদের দাবি, সেই জন্য জড়ো হলে অভিজিৎ কুণ্ডুকে মারধর করা হয় ও শূন্যে গুলি চালানো হয়। পালানোর চেষ্টা করলে তৃণমূলের কর্মীরা অভিজিৎবাবুর বাইকে পাইপগান ভরে দেয়। পুলিশ জানায়, মামলা দায়ের করে অভিযুক্তদের খোঁজ চলছে।

কৃষকসভার সদস্যদের উপরে হামলার অভিযোগ
কৃষক সভার তিন জন সদস্য এবং এক সিপিএম পঞ্চায়েত সদস্যের উপর তৃণমূলের হামলার অভিযোগে রবিবার ফরিদপুর (লাউদোহা) থানায় বিক্ষোভ দেখাল কৃষক সভা। তৃণমূল অভিযোগ মানেনি। এলাকার কৃষক সভার নেতা সুব্রত পাল থানায় জানান, মাদারবনি এলাকায় কৃষক সভার তিন সদস্য অশ্বিনী পাল, প্রফুল্ল মণ্ডল ও সীতারাম সোরেনকে মারধর করা হয়েছে। অশ্বিনীবাবুকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য দিকে, গোগলা গ্রাম পঞ্চায়েতের সদস্য অনিল হাজরাও তৃণমূল সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ সুব্রতবাবুর। অনিলবাবুকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সুব্রতবাবু জানান, অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে এবং এলাকায় অবৈধ ইঁটাভাটা ও বালি খাদান বন্ধের দাবিতে এ দিন সংগঠনের সমর্থকেরা থানায় বিক্ষোভ দেখান। পুলিশ জানায়, তদন্ত চলছে।

পাণ্ডবেশ্বরে খনিতে আগুন
জ্বলছে রবার বেল্ট। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি প্রজেক্টে তোলা নিজস্ব চিত্র।
রাবার বেল্টের ১৭০ মিটার পুড়ে ছাই হয়ে গেল পান্ডবেশ্বরের খোট্টাডিহি প্রজেক্ট সিএইচপিতে। এর জেরে আপাতত মালগাড়ি বোঝাই করার কাজ বন্ধ থাকবে। নকশাল শ্রমিক নেতা সাধন দাস এবং আইএনটিটিইউসি অনুমোদিত কেকেএসসি-র এই শাখার সম্পাদক লক্ষ্মী সাইথওয়ার জানান, অক্টোবরের শেষ থেকেই সিএইচপিতে আগুন জ্বলছে। তাঁদের দাবি, কর্তৃপক্ষ বেসরকারিকরণের লক্ষ্যে এ ভাবে ঘুরিয়ে খনি বন্ধ করতে চাইছে। রবিবার সকালের আগুনে ‘লোডিং বেল্ট’ পুড়ে ছাই হয়ে যায়। খনি কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ মানেননি পাণ্ডবেশ্বর এরিয়ার জেনারেল ম্যানেজার এস কুমার জানান, ক্রমাগত উত্তপ্ত হয়ে কয়লায় আগুন লেগেছে। তিনি বলেন, “এ নিয়ে আতঙ্কের কিছু নেই। বিষয়টির তদন্ত হবে।”

চাঁদা নেওয়ার নামে বাড়িতে ঢুকে লুঠ
বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করে ডাকাতি করল দুষ্কৃতীরা। দুর্গাপুরের এ জোনে শিবাজি রোড এলাকায় রবিবার রাতের ঘটনা। গৃহকর্তা সুভাষ মণ্ডল পুলিশকে জানান, তাঁর স্ত্রী একা ছিলেন। সরস্বতী পুজোর চাঁদা নেওয়ার নামে দুই যুবক বাড়িতে ঢোকে। বন্দুকের বাঁট দিয়ে তাঁর স্ত্রীর মাথায় আঘাত করে। তিনি অচেতন হয়ে পড়লে গা থেকে গয়না খুলে নেয়। আলমারি খুলে আরও কিছু গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। সুভাষবাবু ফিরে পুলিশকে খবর দেন। তাঁর স্ত্রীকে ডিএসপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, তদন্ত চলছে।

মূকাভিনয় প্রসারে উৎসব
সম্প্রতি আসানসোল রবীন্দ্রভবনে মঞ্চস্থ হল অমিয় মেমোরিয়াল ক্রিয়েটিভ আর্টের তিনদিনের মূকাভিনয় উৎসব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দু’বার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মুকাভিনয় শিল্পী কল্পতরু গুহ। মূকাভিনয় শিল্পের প্রসার নিয়ে একটি আলোচনা হয় এ দিন। ইন্ডিয়ান মাইম থিয়েটারের পরিচালক পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী আলোচনায় আলোকপাত করেন। এই কেন্দ্রের ছাত্রছাত্রীর ভিন্ন স্বাদের কয়েকটি মূকাভিনয় উপস্থাপনা করেন। দ্বিতীয় দিন এই কেন্দ্র ও ইন্ডিয়ান মাইম থিয়েটারের প্রযোজনা ছিল। শেষ দিনে সংবর্ধনা জানানো হয় কলকাতার ‘রঙ্গতাল’ নাট্যগোষ্ঠীর আবৃত্তিকার চঞ্চল রায়কে। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে একটি নাটকও পরিবেশন করে ওই নাট্যগোষ্ঠী।

কংগ্রেসে যোগ
তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল বর্ধমান জেলা, মাইনরিটি সেলের সম্পাদক শেখ আলাউদ্দিন। রবিবার জামুড়িয়ায় কংগ্রেসের একটি সভায় তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে আয়োজিত একটি সভায় জামুড়িয়ার কংগ্রেস কাউন্সিলর গোপাল দত্তের উপস্থিতিতে দলে যোগ দেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.