খেলার টুকরো খবর

জয়ী ফ্রেন্ডস ক্লাব
১৬টি দলের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল অন্ডালের ময়রা কোলিয়ারি স্টেডিয়ামে। রবিবার ফাইনালে ১৩৫ রানে অন্ডাল ফ্রেন্ডস ক্লাব জয়ী হয়। তারা তিলবনি নিউ আজাদ ক্লাবকে হারিয়ে দেয়। তিলবনি ৯৯ রানে সব উইকেট হারিয়ে খেলা শেষ করে।

জয়ী তানসেন
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় জয়ী হল তানসেন এসি। এমএএমসি মাঠে তারা ২১ রানে খান্দরা এসএসসিকে হারায়। তানসেন এসি ৫ উইকেটে ২১৩ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৯২ রান করে খান্দরা।

জিতল শিরীষডাঙা
তালতোড় ইউনাইটেড ক্লাবের মাঠে আয়োজিত ক্রিকেটে জয়ী হল শিরীষডাঙা সিসি। তারা আলুটিয়া সিসিকে ৪৯ রানে হারায়। শিরীষডাঙা সব উইকেট হারিয়ে ১০৪ রান করে। জবাবে ৫৫ রানে শেষ হয়ে যায় আলুটিয়া।

জয়ী জেমারি
রবীন্দ্রনগর কলোনি এসি আয়োজিত ক্রিকেটে শনিবারের খেলায় জিতল জেমারি সিসি। আরএন কলোনি মাঠে তারা সিদ্ধপুর-বাগডিয়াকে ৫ উইকেটে হারায়। সিদ্ধপুর ১০০ রান করে। জবাবে পাঁচ উইকেটে জয়ের রান তুলে নেয় জেমারি।

চ্যাম্পিয়ন স্যান্টোস
ইউজিসিএ আয়োজিত ক্রিকেটে রবিবারের খেলায় চ্যাম্পিয়ন হল দুর্গাপুর স্যান্টোস ক্লাব। উখড়া মাঠে তারা পূর্বরেল আসানসোল এসসিকে ১৮ রানে হারায়। স্যান্টোস ৯ উইকেটে ১৬৫ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি পূর্বরেল।

হারল ভূতবাংলা
রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেটে রবিবারের খেলায় জিতল জিবিএসসি, রানিগঞ্জ। রনাই মাঠে তারা ভূতবাংলা, তপসিকে ৭ উইকেটে হারায়। ভূতবাংলা ১১৫ রান করে। তিন উইকেটে জয়ী হয় জিবিএসসি। ম্যাচের সেরা শ্যামা সিংহ।

হারল বোলকুণ্ডা
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় জিতল পিভিসিসিসি। পানুড়িয়া মাঠে তারা বোলকুণ্ডা সিসিকে ৩৮ রানে হারায়। পিভিসিসিসি ৮ উইকেটে ১৮০ রান করে। জবাবে ১৪২ রানে শেষ হয়ে যায় বোলকুন্ডা। ৭৮ রান করে খেলার সেরা বিজয়ী দলের অন্তু ঠাকুর।

জয়ী মধুকুণ্ডা
কুইলাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেটে রবিবারের খেলায় জিতল মধুকুণ্ডা টিপি। কুইলাপুর জলট্যাঙ্কি তারা গোপালপুর সিসিকে ৫ উইকেটে হারায়। গোপালপুর ৮ উইকেটে ১১৪ রান করে। ৫ উইকেটে জিতে যায় মধুকুণ্ডা। খেলার সেরা সোনু বাউড়ি।

রানিগঞ্জে ভলিবল
ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল অল ফ্রেন্ডস ক্লাব গির্জাপাড়া। ফাইনালে রানিগঞ্জ রেলওয়ে মাঠে তারা তুহিন এন্টারপ্রাইজকে ২-১ সেটে হারায়। প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের শম্ভু সিংহ।

জয়ী তরুণ সঙ্ঘ
কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি চ্যালেঞ্জ ও রামী দেবী রামদাস পাটোয়ারী গোল্ড কাপ প্রতিযোগিতায় বিজয়ী হল উত্তর ২৪ পরগণার শ্যামনগর তরুণ সঙ্ঘ। দাঁইহাট ফুটবল অ্যাকাডেমি পরিচালিত এই প্রতিযোগিতার ফাইনাল হয় স্থানীয় উচ্চবিদ্যালয়ের মাঠে। বিভাস সরকারের করা একমাত্র গোলে শ্যামনগর তরুণ সঙ্ঘ হারিয়ে দেয় নদিয়ার দেবগ্রাম মডার্ন ক্লাবকে।

জয়ী ১৬ নম্বর ওয়ার্ড
ওয়ার্ড ভিত্তিক ক্রিকেটে রবিবার প্রথম খেলায় ১৬ নম্বর ওয়ার্ড হারাল পড়শি ওয়ার্ড ১৫ নম্বরকে। ১৫ নম্বর প্রথমে ব্যাট করে ১৬৮ রান তুলেছিল। শেষ বলে তিন রান দরকার ছিল ১৬ নম্বরের। সেখানে ৪ মেরে দলকে জেতান সাজ্জাদ হোসেন। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ১৮ নম্বর ও ৯ নম্বর। ১৮ নম্বর ওয়ার্ড প্রথমে ব্যাট করে ২১৬ রান করে। পরে ব্যাট করতে নেমে ৯ নম্বর সব উইকেট হারিয়ে ১৬৮ রান করে। কাটোয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার এ দিনের খেলা দু’টি অনুষ্ঠিত হয় স্টেডিয়াম ময়দানে।

চ্যাম্পিয়ন দুর্গাপুর
রাধারানি স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ধমান জেলা অ্যাথলেটিক্স মিটে চ্যাম্পিয়ন হল দুর্গাপুর। তারা ২৭০ পয়েন্ট করেন। ২৫৫ পয়েন্ট পেয়ে দলগত ভাবে রানার্স হয়েছে বর্ধমান, তৃতীয় স্থানে থাকা আসানসোলের পয়েন্ট ২২৯ রান। পুরস্কার পেয়েছেন অরূপ দাস, স্মৃতি মণ্ডল, অপর্ণা মুর্মু প্রমুখ।

জয়ী উদয়পল্লী
টি-২০ ক্রিকেটে জয়ী হল বর্ধমানের উদয়পল্লি একাদশ। আউশগ্রামের বিল্বগ্রামে তারা রবিবার স্থানীয় নূরকোনা একাদশকে ১ রানে হারায়। প্রথমে উদয়পল্লি করে ১২৯-২ রান। দলের ঝন্টু মিদ্দা করেন ৫৯ রান। পরে তিনি বিপক্ষের আটটি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন। নূরকোনা করে ১২৮ রান। প্রতিযোগিতার উদ্যোক্তা বিল্বগ্রাম কিশোর সঙ্ঘ ব্যায়ামাগার সমিতি। এতে ১৬টি দল যোগ দেয়।

জয়ী সিমলাগড়
মেমারির গন্তার বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল সিমলাগড় ফুটবল চক্র। দলের কৃষাণু বাগের এক মাত্র গোলে তারা পাণ্ডুয়া মিলন সঙ্ঘকে হারায়। রবিবারের এই প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিম নবি, কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.