রেজিনগরের অকাল ভোটে শুক্রবার সন্ধ্যায় কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। এ দিনের নির্বাচনী সমাবেশে তিনি বলেন, “বামফ্রন্ট সরকার ও পরিবর্তনের সরকারের মধ্যে কোনও প্রভেদ নেই। বামেরা রাজ্যে তৈরি করেছিল নৈরাজ্যের বাতাবরন। এই সরকারের আমলে বেড়েছে নারী নির্যাতন, ধর্ষণ। কেন্দ্রের টাকা উন্নয়ন খাতে খরচ না হয়ে ফেরত যাচ্ছে।” সমবেত জনতার প্রতি অধীর ‘বেইমান’ হুমায়ুনকে ভোট না দেওয়ার আহ্বান জানান।
|
ছাত্র সংসদ নির্বাচনে কান্দির তিনটি কলেজের মধ্যে দু’টিতে এসএফআই এবং একটিতে ছাত্র পরিষদ জিতেছে। কান্দির রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজে জয়ী হয়েছে ছাত্র পরিষদ। বড়ঞার পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজের ১৭টির মধ্যে বামমোর্চা ১৫টি ও ছাত্রপরিষদ পেয়েছে ২টি আসন। আর সালার মুজফ্ফর আহমেদ স্মৃতি মহাবিদ্যালয়ে ২৪টি আসনে জিতেছে এসএফআই। সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও সালারে কয়েকজন ছাত্রের ভোট দিতে যাওয়া নিয়ে ছাত্র পরিষদ নেতাদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। পুলিশের লাঠির ঘায়ে চোট পেয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি কান্দি মহকুমা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আজহারউদ্দিন শেখ। ডোমকল কলেজে ৩৯টি আসন পেয়ে জয়ী হয়েছে এসএফআই। ১২টি আসন পেয়েছে ছাত্র পরিষদ।
|
এক মহিলাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ির চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার স্বামী রাজেন্দ্র আমগুঁই, শ্বশুড় ঠাকুরপ্রসাদ, শাশুড়ি দিলমায়া ও ভাসুর দীপক আমগুঁইকে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে পুরসভার শৌচাগার থেকে নবদ্বীপের উডবার্ন রোডের বাসিন্দা অনুরাধা আমগুঁইয়ের (১৮) ঝুলন্ত দেহ মেলে। তাঁর মা শিখা দাসের অভিযোগ, “বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোক মেয়ের উপর অত্যাচার চালাত। সহ্য করতে না পেরে মেয়ে আত্মঘাতী হয়েছে।”
|
এক তরুণীর কাছ থেকে গয়না নিয়ে চম্পট দিয়েছিল এক যুবক। শুক্রবার পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সাজিদ হোসেন নামে ওই যুবক বিবাহিত। তথ্য লুকিয়ে ওই মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তার কাছ থেকে গয়না হাতিয়ে নেয় সে। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “বিয়ের নাম করে দিন কয়েক আগে ওই যুবক তরুণীকে নিয়ে লালবাগের একটি হোটেলে ওঠে। সেখানে মহিলার গয়না নিয়ে চম্পট দেয়।”
|
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। কালীগঞ্জের পানিঘাটা সেতু এলাকায় দুই নাবালক-নাবালিকার বিয়ের আসর বসেছিল শুক্রবার। পাত্রের দিদিমার এই বিয়েতে সায় ছিল না। তিনিই পুলিশকে জানায় বিষয়টি। পুলিশ গিয়ে ভেস্তে দেয় ওই বিয়ে।
|
তৃণমূল ছাত্র পরিষদের ‘বাধায়’ মনোনয়ন জমা দিতে না পারার অভিযোগ করল এসএফআই। শুক্রবার ছিল হরিণঘাটা কলেজের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৪২টি আসনে শুধু তৃণমূল ছাত্র পরিষদ মনোনয়ন দাখিল করে। |