নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বামফ্রন্ট সরকার পরিচালনার প্রসঙ্গে সিপিএমের সমালোচনা করেও ঐক্যবদ্ধ ভাবে পঞ্চায়েত ভোটে লড়ার ডাক দিল ফরওয়ার্ড ব্লক। দলের রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার শহিদ মিনার ময়দানে সমাবেশে রাজ্য সম্পাদক অশোক ঘোষ বলেন, “বামফ্রন্ট সরকারকে সংগ্রামের হাতিয়ার হিসাবে ব্যবহার করার কথা ছিল। কিন্তু তা হয়নি। সরকার পরিচালনার ক্ষেত্রে ভুল-ত্রুটি হয়েছিল।” নেতা-কর্মীদের মধ্যে সিপিএম সম্পর্কে প্রশ্ন রয়েছে, তা-ও কবুল করেন অশোকবাবু। কিন্তু তাঁর ঘোষণা, “পঞ্চায়েত নির্বাচন আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়ব।” ফ ব-র অন্যতম নেতা উদয়ন গুহর অভিযোগ, বাম জমানায় কৃষকদের স্বার্থে জমির কথা না বলে শিল্পপতিদের স্বার্থে জমির কথা বলা হয়েছিল। তাঁর কথায়, “তখন আমাদের কথা শুনে মানুষ অবাক হয়েছে। আর পরমাণু-চুক্তির লালিপপ দিয়ে আমাদের ভোলানোর চেষ্টা হয়েছে!”
ভুল স্বীকার ও প্রাক্তন শাসক সিপিএমের সমালোচনার পাশপাশি রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে তৃণমূলের আক্রমণ নিয়েও সরব হন ফ ব নেতৃত্ব। অশোকবাবু বলেন, “পঞ্চায়েত নির্বাচন আসছে। আমাদের উপরে আক্রমণ বাড়ছে। রক্ত দিয়ে আমরা এই আক্রমণ প্রতিরোধ করব।” দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, জয়ন্তরায়, উদয়নবাবু রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী-নির্যাতন, উন্নয়নের পরিবর্তে উৎসবে টাকা খরচ নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন।
ফ ব-র রাজ্য সম্মেলন হচ্ছে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে। যোগ দিয়েছেন ৬০০ প্রতিনিধি। এ দিন শহিদ মিনার ময়দানে আশানুরূপ ভিড় না হওয়ায় ফ ব নেতৃত্ব হতাশ। অভিযোগ, গ্রাম থেকে আসা মানুষকে ভয় দেখানো হয়েছে। আজ, রবিবার একই মঞ্চে সভা করবে সিপিএম। প্রধান বক্তা বুদ্ধদেব ভট্টাচার্য। |