টুকরো খবর
ছাত্রীকে ধর্ষণ, ধৃত
ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সূর্য হাজরার বাড়ি কৃষ্ণগঞ্জের স্বর্ণখালিতে। শুক্রবার রাতে ওই কিশোরী বাড়িতে একা ছিল। অভিযোগ, সেই সময় বাড়িতে ঢুকে তার উপর অত্যাচার চালায় সূর্য। শনিবার ওই কিশোরীর পরিবার থানায় অভিযোগ জানালে পুলিশ সূর্যকে গ্রেফতার করে। ও দিকে, স্কুল চত্বরে ঢুকে এক ছাত্রীকে বাইরে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার বাঁকুড়ার হিড়বাঁধ থানার ঝাপানডিহি জুনিয়র হাইস্কুল লাগোয়া এলাকার ঘটনা। ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ বচন বাস্কে নামে ওই যুবককে গ্রেফতার করে।

ধর্মঘটে শিক্ষকেরা
পেনশনের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করলেন জওহর নবোদয় স্কুলের শিক্ষকেরা। বাঁকুড়ার কালাপাথর গ্রামের জওহর নবোদয় স্কুলের শিক্ষকেরা অল ইন্ডিয়া নবোদয় বিদ্যালয় স্টাফ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে স্কুলে ধর্মঘট শুরু করেন। চুক্তি-ভিত্তিক শিক্ষকেরা স্কুলে পঠনপাঠন চালাচ্ছেন। উত্তর ২৪ পরগনার হাবরার বাণীপুরেও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা পেনশন ব্যবস্থা চালু, বেতন বৃদ্ধি-সহ ২১ দফা দাবিতে এ দিন থেকে অবস্থান শুরু করেছেন। পঠনপাঠন বন্ধ।

দু’টি দুর্ঘটনায় র জনের মৃত্যু
দুই জেলায় দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। শুক্রবার রাতে একটি দুর্ঘটনা ঘটে হুগলির চণ্ডীতলার কাপাসহাড়িয়ায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। একটি দুমড়ে যাওয়া গাড়ি থেকে সুবীর বসু ওরফে ছোটু (৪০), রঞ্জিৎ দাস (৪৮) এবং সরফরাজ আলম (২৮) নামে শ্রীরামপুরের তিন বাসিন্দার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে বালিগঞ্জে সংস্থার অফিস থেকে ফেরার সময়ে তাঁদের গাড়িটি কোনও ট্রেলার বা ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে বলে পুলিশের অনুমান। শনিবার সকালে বাঁকুড়ার তালড্যাংরায় বাসের ধাক্কায় মারা যান সিমলাপালের হেতিয়া গ্রামের রঞ্জন দুলে (৩২)।

উপকূলে নতুন সমীক্ষা রাজ্যের
পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্র তাজপুর এবং মন্দারমণিতে জোয়ারের সময় সমুদ্রের জল স্থলের দিকে কতখানি ভিতরে ঢুকছে তার সমীক্ষা করতে চাইছে রাজ্য সরকার। ওই সমীক্ষায় কেন্দ্রীয় সরকারেরও সাহায্য নেওয়া হবে। শনিবার মহাকরণে তাজপুর এবং মন্দারমণির হোটেল মালিক সংগঠনের প্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সভাপতি, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সিইও-সহ প্রশাসনের অন্যান্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মন্দারমণি-তাজপুরের সমুদ্র উপকূলের নতুন একটি মানচিত্র তৈরি করে সমীক্ষার কাজ শুরু করা হবে। ছয় মাসের মধ্যে সমীক্ষার কাজ শেষ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.