বয়স ভাঁড়ানোর অপরাধে অম্বর রায় টুর্নামেন্টে (অনূর্ধ্ব ১৪) সমিত দাস নামের এক ক্রিকেটারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চলেছে সিএবি। শুধু সেই ক্রিকেটারই নয়, একই সঙ্গে সংশ্লিষ্ট কোচিং ক্যাম্প এবং তাদের কোচও কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন। সিএবি কর্তাদের বক্তব্য, ওই ‘অপরাধী’ ক্রিকেটারের নির্বাসন হতে পারে দশ থেকে পঁচিশ বছর পর্যন্ত!
ঘটনাটা কী?
বেশ কিছু দিন ধরেই পাল অ্যান্ড চ্যাটার্জি কোচিং ক্যাম্পের হয়ে খেলে চলেছিলেন এই ক্রিকেটার। যিনি আদতে কলেজ পড়ুয়া, কিন্তু খেলতেন অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে! ব্যাপারটা প্রথমে ধরতে পারেন বাংলার প্রাক্তন অধিনায়ক দেবাঙ্গ গাঁধী। তিনিই প্রথম এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সিএবিতে। তাঁর অভিযোগ পাওয়ার পরেই তড়িঘড়ি বৈঠক ডাকে সিএবি। শনিবার ওই ক্রিকেটার, সংশ্লিষ্ট কোচিং সেন্টার এবং তাদের কোচকে ডাকা হয়। ক্রিকেটার এবং কোচিং সেন্টারের প্রতিনিধি উপস্থিত থাকলেও ছিলেন না কোচ। বৈঠকে সমিত লিখিত ভাবে অন্যায় স্বীকার করে নেন। জানিয়ে দেন, জেনেবুঝেই এই কাজ তিনি করেছেন।
“এমন একটা অন্যায় ও করেছে যার কোনও ক্ষমা হয় না। ক্রিকেটারটির দশ থেকে পঁচিশ বছর পর্যন্ত নির্বাসন হতে পারে। কোচেরও তাই। কোচিং সেন্টারকে পাঁচ বছর নির্বাসনে পাঠানো হবে,” বলছিলেন সিএবি-র যুগ্ম সচিব সুবীর গঙ্গোপাধ্যায়। আর যিনি অভিযোগ দায়ের করেছিলেন সেই দেবাঙ্গ গাঁধীর বক্তব্য, “সিএবি খুব ভাল একটা সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে ক্রিকেটারের অভিভাবকরাও দায়িত্ব এড়াতে পারেন না।” |