নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের রজত জয়ন্তী বর্ষেও লক্ষ্যে অবিচল সচিন তেন্ডুলকর। তাই ইরানি ট্রফিতে অপরাজিত ১৪০ রানের ইনিংস খেলে উঠেই অস্ট্রেলিয়া টেস্টের পরিকল্পনা করতে ব্যস্ত মাস্টার ব্লাস্টার। “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে সাফল্য পেতে আমরা সবাই মুখিয়ে আছি। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে ইরানি ট্রফির ম্যাচ প্র্যাক্টিস কাজে আসবে,” বলছেন সচিন। ইরানিতে তেন্ডুলকরের সেঞ্চুরি অবশ্য সে ভাবে কাজে এল না মুম্বইয়ের। প্রথম ইনিংসে অবশিষ্ট ভারত একাদশের থেকে ১১৭ রানে পিছিয়ে থেকে খেলা শেষ করল মুম্বই। আর দ্বিতীয় ইনিংসে এ দিন অবশিষ্ট ভারতের স্কোর চার উইকেট হারিয়ে ২৯৬। অম্বাতি রায়ডুর সেঞ্চুরি (১১৮) ও মনোজ তিওয়ারির ৬৯ রান অবশিষ্ট ভারতকে ইরানিতে প্রায় চ্যাম্পিয়ন করে দিয়েছে। চতুর্থ দিনের শেষে মুম্বইয়ের থেকে ৪১৩ রানে এগিয়ে অবশিষ্ট ভারত। এ দিন খেলা শুরুর আগে নিজের ইনিংস নিয়ে সচিন বলছিলেন, “ওয়াংখেড়ের পিচের সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিকে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজের খেলায় সামান্য পরিবর্তনও আনতে হয়েছে।’’ ইরানির দুর্দান্ত ফর্ম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধরে রাখতে পারেন কি না, সেটাই দেখার।
|
ভারতের কাছে ওয়ান ডে সিরিজে হারলেও নিউজিল্যান্ড সফরটা জয় দিয়েই শুরু হল ইংল্যান্ডের। প্রথম টি-টোয়েন্টিতে ৪০ রানে জিতল তারা। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ২১৪। জবাবে ১৭৪ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড চারটি উইকেট নেন। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড।
|
রাজনীতির মঞ্চে যতই বিরোধিতা থাক, খেলার মঞ্চ তাঁদের মিলিয়ে দিল। উপলক্ষ ছিল সর্বভারতীয় হকি প্রতিযোগিতা। আয়োজক এন্টালি হকি একাডেমি। শনিবার ছিল প্রতিযোগিতার ফাইনাল খেলা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির তৃণমূল সাংসদ সোমেন মিত্র, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ও সুধাংশু শীল। প্রথমে অনভ্যস্ত মাঠে হকিস্টিক হাতে নেমেছিলেন। ১৬ বছর অনূর্ধ্ব এই প্রতিযোগিতায় ফাইনালে উঠেছিল ওড়িশা ও হাওড়া। জয়ী হয় হাওড়া।
|
আসন্ন টেস্ট সিরিজে ভারত-বধ করতে অস্ট্রেলিয়ার উচিত ইংল্যান্ডের পথে চলা, মনে করছেন প্রাক্তন অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডিন জোনস। “অস্ট্রেলিয়ার উচিত দুই স্পিনার খেলানো। ভারত এমনিতেই ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ২-১এ হারের পর যথেষ্ট চাপে থাকবে। আর অ্যাসেজের আগে অস্ট্রেলিয়ার কাছে ভারত সফরটা চ্যালেঞ্জের।” |