সব কিছু ঠিকঠাক চললে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে হরভজন সিংহের। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে শেষ টেস্ট সিরিজে টিমে থেকেও সিরিজের মাঝপথে বাদ পড়ে গিয়েছিলেন জলন্ধরের অফস্পিনার। ইডেনে শততম টেস্টও তাঁর খেলা হয়নি। রবিবার মুম্বইয়ে দল নির্বাচনী বৈঠকের আগে যা পরিস্থিতি, তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কামব্যাক ঘটতে চলেছে সর্দারের। আবার একই সঙ্গে বহু দিন পরে জাতীয় দলের চৌহদ্দিতে ঢুকে পড়তে পারেন শান্তাকুমারন শ্রীসন্থও। ঘটনাচক্রে অস্ট্রেলীয় ক্রিকেটের সঙ্গে এই দুই ক্রিকেটারের সম্পর্ক অত্যন্ত ‘মধুর’। হরভজন এবং শ্রীসন্থ দু’জনই এই মুহূর্তে ইরানি ট্রফি খেলছেন। |
২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ভারতে মোট চারটে টেস্ট খেলবে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। সিরিজ শুরু চেন্নাইয়ে। ভারতীয় দল নির্বাচনের যা আভাস, তাতে টিমে বড়সড় বদলের সম্ভাবনা কম। যা কিছু ওলটপালট হতে পারে, শুধু পেস বিভাগে। জাহির খান বা উমেশ যাদব কেউই এখনও পুরো ফিট নন। তাই টিমে ইশান্ত শর্মার সঙ্গে বাকি দুই পেসার হতে পারেন শ্রীসন্থ, সামি আহমেদ, ভুবনেশ্বর কুমার, ঈশ্বর পাণ্ডের মধ্যে যে কোনও দুই। ভারতীয় ক্রিকেট-অলিন্দের খবর অনুযায়ী এই সিরিজে অশোক দিন্দার টেস্ট অভিষেক ঘটার সম্ভাবনা বিশেষ নেই। বরং সামির সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল। কারণ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজে দুর্দান্ত বল করেছেন। স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে প্রজ্ঞান ওঝার থাকা প্রায় নিশ্চিত।
ওপেনিংয়ে বীরেন্দ্র সহবাগ-গৌতম গম্ভীরকেই দেখতে পাওয়ার কথা। সহবাগ ইংল্যান্ডের বিরুদ্ধে আমদাবাদ টেস্টে সেঞ্চুরি করেছিলেন। গম্ভীরের খারাপ ফর্ম চললেও তাঁকে আরও একটা সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। তৃতীয় ওপেনার হিসেবে থাকতে পারেন মুরলী বিজয় বা ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা ওয়াসিম জাফরের মধ্যে এক জন। বাকি ব্যাটিং লাইন আপে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর-রা অবশ্যই থাকছেন। ছ’নম্বরের জায়গায় রবীন্দ্র জাডেজার সঙ্গে লড়াইয়ে আছেন সুরেশ রায়না এবং রোহিত শর্মা-রাও। |