|
|
|
|
|
মাওবাদীরা নিশানা করতে
পারে বায়ুসেনাকে, জারি সতর্কবার্তা
দিবাকর রায় • কলকাতা |
|
ভারতীয় বায়ুসেনা ও সীমান্ত রক্ষী বাহিনীর উপরে নজর রাখছে মাওবাদীরা। এমনকী, তারা সামরিক বিমানঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনাও ছকছে বলে সন্দেহ স্বরাষ্ট্র মন্ত্রকের।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি মাওবাদী মিলিটারি কমিশনের সদস্য সন্দেহে এক যুবককে গ্রেফতার করে কিছু ‘ভিডিও ফুটেজ’ পাওয়া গিয়েছে। তাতে বায়ুসেনা ও সীমান্ত রক্ষী বাহিনীর হেলিকপ্টার ও বিমানের ওঠানামার ছবি রয়েছে। রয়েছে এ রাজ্যের কলাইকুণ্ডা, পানাগড়, ব্যারাকপুরের বিমানঘাঁটিতে হেলিকপ্টারের ওঠানামার ছবিও। প্রাথমিক ভাবে গোয়েন্দাদের অনুমান, বিমানঘাঁটিগুলিতে বড়সড় আক্রমণের ছক কষছে মাওবাদীরা। তারই প্রস্তুতি হিসেবে এই ‘ভিডিও’ তোলা হয়েছে।
মন্ত্রকের তরফে নকশাল ম্যানেজমেন্ট দফতরের ডিরেক্টর দলজিৎ সিংহ চৌধুরী গত ২৪ জানুয়ারি চিঠি দিয়ে বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ-সহ মাওবাদী প্রভাবিত ছ’টি রাজ্যের পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে জানিয়েছেন। ফোনে দলজিৎ সিংহ চৌধুরী বলেন, “মাওবাদীদের বিষয়ে আমরা ওয়াকিবহাল। রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।”
সম্প্রতি অন্ধ্রের আদিলাবাদ থেকে অসীম ভট্টাচার্য নামে এক বাঙালি যুবককে মাওবাদী মিলিটারি কমিশনের সদস্য সন্দেহে ধরা হয়। গোয়েন্দাদের দাবি, কলকাতা থেকে গ্রেফতার হওয়া মাওবাদী নেতা সদুলা (সদানালা) রামকৃষ্ণের অন্যতম সহযোগী ছিলেন অসীম। তাঁর কাছ থেকে বেশ কয়েকটি ‘পেন ড্রাইভ’, মাইক্রো-এসডি কার্ডও পাওয়া গিয়েছে। সে সব থেকেই বিভিন্ন বিমানঘাঁটিতে হেলিকপ্টারের ওঠানামা ও বিমানের গতিবিধির ‘ভিডিও ফুটেজ’ মিলেছে। হায়দরাবাদের কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে সেই ‘ফুটেজ’ খতিয়ে দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। গোয়েন্দা সূত্রে খবর, অসীমের কাছ থেকে বায়ুসেনার কিছু বিমানঘাঁটির হাতে আঁকা ‘স্কেচ’-ও পাওয়া গিয়েছে।
গোটা পরিকল্পনার পিছনে মাওবাদীদের ‘টেকনিক্যাল রিসার্চ অ্যান্ড আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট’ (ট্রাম)-এর হাত রয়েছে বলে গোয়েন্দাদের ধারণা। ২০০৫ সালে সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক মুপাল্লা লক্ষ্মণ রাও ওরফে গণপতির উপস্থিতিতে এই ইউনিট তৈরি হয়। তারই প্রধান ছিলেন রামকৃষ্ণ। উত্তর ২৪ পরগনার বিরাটিতে দীর্ঘ দিন আত্মগোপন করেছিলেন তিনি ও তাঁর সঙ্গী দীপক কুমার। ২০১২-র মার্চে ধরা পড়েন রামকৃষ্ণ। সম্প্রতি অসীমের কাছ থেকে ‘পেন ড্রাইভ’গুলি উদ্ধার হওয়ার পরে, এই পরিকল্পনার পিছনে ‘ট্রাম’-এর ভূমিকার কথা জানতে পারেন গোয়েন্দারা। |
|
|
|
|
|