নতুন জেলা স্বাস্থ্যভবন নির্মিত হতে চলেছে আসানসোলে, দু’নম্বর জাতীয় সড়কের অদূরে নিবেদিতা বাস টার্মিনাসের কাছে। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যভবন থেকে জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের (পরিকল্পনা ও উন্নয়ন) কুসুম অধিকারী, রাজ্য ট্রমা সেন্টার ইউনিটের কনসালটেন্ট প্রদীপ মালহোত্র এবং রিজিওনাল ডিরেক্টর সত্যজিৎ সেন আসানসোল মহকুমা হাসপাতালে আসেন। সেখানে হাসপাতাল সুপার এবং এসিএমওএইচকে নিয়ে নির্মীয়মান ট্রমা সেন্টারটি পরিদর্শন করেন তাঁরা। হাজির ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতর, রাজ্য বিদ্যুৎ পর্ষদ এবং পূর্ত দফতরের প্রতিনিধিরাও। কুসুমবাবু পূর্ত দফতরকে জানান, ট্রমা সেন্টারে সিঁড়ির পাশে র্যাম্পের ব্যবস্থা করতে হবে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রতিনিধি কুসুমবাবুকে জানান, ট্রমা সেন্টারে পৃথক ভাবে জলের ব্যবস্থা করতে এক লক্ষ ৫৮ হাজার টাকা খরচ হবে। কুসুমবাবু আনুমানিক ওই ব্যায় বরাদ্দের প্রতিলিপি সুপারের হাতে জমা দিতে বলেন। এরপর স্বাস্থ্যভবনের ওই দল নিবেদিতা বাসস্ট্যান্ডের কাছে জেলা স্বাস্থ্যভবন নির্মাণের জন্য একটি জায়গা দেখে ফিরে যান। আসানসোল মহকুমা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানান, নিবেদিতা বাসস্ট্যান্ডের কাছে ১৬ বিঘা জায়গায় জেলা প্রশাসনিক ভবন নির্মিত হবে। সেখানেই জেলা স্বাস্থ্যভবনও থাকবে।
|
নিউইয়র্কের একটি সংস্থার আর্থিক সাহায্যে বর্ধমানের বামচাঁদাইপুরের একটি বেসরকারি হাসপাতাল বিনা খরচে অনেক গন্নাকাটা রোগীর সাফল্যের সঙ্গে অস্ত্রোপচার করছে। তাদের দাবি, রাজ্যের নানা জেলা থেকে চিকিৎসা করাতে আসছেন অনেকে। এবং চিকিৎসার পরে সুস্থ জীবনযাপন করছেন। ওই বেসরকারি হাসপাতালটির দাবি, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে কোনও খরচ ছাড়াই সংশ্লিষ্ট রোগীর রক্ত পরীক্ষা, এক্স-রে, ওষুধ, অস্ত্রোপচার করা হচ্ছে এখানে। এ পর্যন্ত তিন মাস থেকে ৭০ বছর বয়সী পর্যন্ত প্রায় ১৯০০ এই ধরনের ত্রুটিযুক্ত মানুষের অপারেশন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ক্লেফট্ একটি জিনগত জন্মগত ত্রুটি যাতে উপরের ঠোঁটে বা তালুতে একটা ফাঁক তৈরি হয়। তবে অস্ত্রোপচার করে এই সমস্যা সারিয়ে তোলা সম্ভব। ওই বেসরকারি হাসপাতালের অন্যতম ডিরেক্টার কুশানভ পবি বলেন, “যার অস্ত্রোপচার হবে তাঁকে প্রথমে একাধিক প্লাষ্টিক সার্জেনকে দিয়ে পরীক্ষা করাতে হয়। সেই রিপোর্ট ও সংশ্লিষ্টের ছবি পাঠাতে হয় নিউইয়র্কের সংস্থাটিকে। তা দেখে ওই সংস্থাটি অপারেশন-সহ অন্যান্য পরীক্ষার টাকা দিতে রাজি হয়।”
|
নতুন ১১টি অ্যাম্বুল্যান্স পাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। আগামী শনিবার বর্ধমানের পানাগড়ে মাটি উৎসবের মঞ্চ থেকেই বিভিন্ন জেলার জন্য বরাদ্দ অ্যাম্বুল্যান্স বিলি করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ও দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে মোট ৫০টি অ্যাম্বুল্যান্স কেনা হচ্ছে। যার মধ্যে মাটি উৎসবে ৪০টি অ্যাম্বুল্যান্স বিভিন্ন জেলাকে দেওয়া হবে। পশ্চিম মেদিনীপুরের ১১টি অ্যাম্বুল্যান্সের মধ্যে একটি দেওয়া হবে গোপীবল্লভপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তিনটি পাবে আমলাশুলি, শারদিয়া ও সন্ধিপুর গ্রাম পঞ্চায়েত। বাকি সাতটি দেওয়া হবে বিভিন্ন ক্লাবকে।
|
বেহাল স্বাস্থ্য পরিষেবার অভিযোগ তুলে অবস্থান করে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। বুধবার আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল চত্বরে আন্দোলন করে বিভিন্ন দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। মহকুমা হাসপাতালের সহকারী সুপার সুপ্রিম সাহা বলেন,“স্বাস্থ্য পরিষেবার উন্নতি, রোগীদের হয়রানি বন্ধ, রাতে নিরাপত্তা বাড়ানো সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে।” যুব কংগ্রসের আলিপুরদুয়ার কেন্দ্র সভাপতি অনুপ দাস অভিযোগ করেন, বিমল মোদক বলে এক রোগী ডিসেম্বরে মহকুমা হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি করান। রিপোর্টে বলা হয় গলব্লাডারে স্টোন আছে। ওই রোগী অপারেশন করাতে ভিন রাজ্যে যান। সেখানে ৩ বার আল্ট্রাসোনোগ্রাফি করার পরেও স্টো ধরা পড়েনি। রোগীর পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়।
|
বন্ধ্যাকরণের অস্ত্রোপচার করার পর শতাধিক মহিলাকে প্রায় অচৈতন্য অবস্থায় খোলা আকাশের নীচে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মালদহের মানিকচক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেয়ে মানিকচকের বিধায়ক নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র তদন্তের নির্দেশ দিয়েছেন। মানিকচকের বিএমওএইচ জয়দীপ মজুদারদারকে শোকজ করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিধান মিশ্র। তিনি বলেন, “বন্ধ্যাকরণ অস্ত্রোপচারের পর মহিলাদের খোলা আকাশের নীচে রেখে মানিকচক ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ অন্যায় করেছেন। কেন অস্ত্রোপচারের পর এ ভাবে তাঁদের রাখা হয়েছিল জানতে চেয়ে বিএমওএইচকে শো কজ করা হয়েছে।”
|