ভাঙড়ে অস্ত্র-সহ গ্রেফতার ৫ |
ভাঙড় কাণ্ডের জেরে এলাকায় বেআইনি অস্ত্র মজুতের খবর সামনে আসে। গত তিন দিন ধরে অভিযান চালিয়ে গতকাল ভাঙড় থানার পুলিশ প্রচুর অস্ত্র-সহ পাঁচ দুষ্কৃতিকে গ্রেফতার করেছে। এই পাঁচ দুষ্কৃতির কাছে থেকে উদ্ধার হয়েছে নাইন এমএম পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলি, ১০টি তাজা বোমা। এলাকায় মজুত আরও বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য দুষ্কৃতিদের জেরা করছে পুলিশ। বেআইনি অস্ত্র উদ্ধারে অভিযান চলবে বলে পুলিশ সূত্রের খবর।
|
ছাত্রের অস্বাভাবিক মৃত্যু |
দক্ষিণ কলকাতার বেহালার বাসিন্দা কৌস্তুভ দাশগুপ্ত ভুবনেশ্বরের একটি ম্যানেজমেন্ট কলেজের হোটেল ম্যানেজমেন্টের ছাত্র। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। গতকাল তাঁর দেহ ভুবনেশ্বরের স্টেশন লাগোয়া রেল লাইনের ধার থেকে উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে উদ্ধার হয় ওই কলেজেরই আর এক ছাত্রের দেহ। স্থানীয় পুলিশের দাবি, ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয়েছে দু’জনের। যদিও এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ কৌস্তুভের পরিবার। দাশগুপ্ত পরিবারের দাবি, কৌস্তুভকে নিয়মিত র্যাগিং করা হত। তাই এই ঘটনার বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে ছাত্রের পরিবার।
|
শিল্পমন্ত্রীর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ |
ত্রিফলা কাণ্ড, রাজ্যে বাড়তে থাকা ধর্ষণ ও নারী নির্যাতন, ভাঙড় কাণ্ড ইত্যাদি নানা ইস্যুতে বিক্ষোভ, বিরোধিতায় রাজ্য সরকার রীতিমত কোনঠাসা। এরই মধ্যে সরকারের অস্বস্তি বাড়িয়ে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ আনলেন তৃণমূলেরই কর্মী সংগঠনের একাংশ। ওয়েস্ট বেঙ্গল প্রেসের আলিপুর শাখার কর্মী নিয়োগের ক্ষেত্রে অনিয়ম এবং শিল্পমন্ত্রীর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনে বিক্ষোভ দেখাল ওই শাখার তৃণমূল কর্মী সংগঠনের কর্মীরা। তাঁদের অভিযোগ, সরকারী প্রথা মেনে এখানে কর্মী নিয়োগ হয়নি। এই শাখায় নতুন নিয়োজিত কর্মীরা প্রায় সকলেই শিল্পমন্ত্রীর এলাকারই বাসিন্দা এবং এই নিয়োগ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমেও হয়নি বলে দাবি বিক্ষুব্ধদের। তবে এই ঘটনায় শিল্পমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। |