টুকরো খবর
প্রতিবাদ মিছিল
শাস্তির দাবিতে মিছিল শিক্ষক ও শিক্ষাকর্মীদের। —নিজস্ব চিত্র।
প্রতিবন্ধী শিক্ষককে চড় মারার অভিযোগকে ঘিরে মঙ্গলবারও বাঁকুড়া শহরে প্রতিবাদ মিছিল করলেন শিক্ষকেরা। কোনও সংগঠনের ব্যানার না থাকলেও তাতে বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব ও সদস্যদের বেশি সংখ্যায় দেখা যায়। চড় মারায় অভিযুক্ত বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রিঙ্কু বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে ওই স্কুলের প্রধান শিক্ষিকা ও ওই প্রতিবন্ধী শিক্ষক-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। রিঙ্কুদেবীর অভিযোগ, “শিক্ষার অধিকার আইন ২০০৯ ভেঙে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন পত্রের দাম নেওয়া হচ্ছে।” যদিও স্কুলের প্রধান শিক্ষিকা সুলেখা মুখোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেছেন। প্রথম শ্রেণিতে এক ছাত্রীকে ভর্তি করানো নিয়ে সোমবার ওই স্কুলে গোলমাল হয়। অভিযোগ রিঙ্কুদেবী সেই সময় ওই স্কুলে গিয়ে এক প্রতিবন্ধী শিক্ষককে চড় মারেন। ওই শিক্ষক সে দিনই পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। মিছিলে থাকা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “শিক্ষককে চড় মারার জন্য জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে শাস্তি দিতে হবে।” রিঙ্কুদেবীর দাবি, “এটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। ওই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।”

হোম থেকে পালাল কিশোরী
নজরদারি এড়িয়ে হোম থেকে পালিয়ে গেল এক কিশোরী। মঙ্গলবার বিষ্ণুপুর শহরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত হোমের ঘটনা। ইন্দাস থানা এলাকার ওই ১৬ বছরের কিশোরীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান হোম কর্তৃপক্ষ। হোমের সুপার সুচিত্রা ঘোষ বলেন, “রাঁধুনি জল আনতে বাইরে গিয়েছিল। সম্ভবত সেই সুযোগে রান্নাঘরের দরজা দিয়ে এ দিন দুপুরে ওই কিশোরী বেরিয়ে যায়।” মহকুমাশাসক (বিষ্ণুপুর) অদীপকুমার রায় বলেন, “হোম থেকে সকলের নজর এড়িয়ে কী ভাবে মেয়েটি পালাল সমাজ কল্যাণ দফতরকে তা খতিয়ে দেখতে বলেছি।” পুলিশ জানিয়েছে, গত নভেম্বর মাসে ওই কিশোরী বাড়ি থেকে নিখোঁজ হয়। এক সপ্তাহ আগে ইন্দাসের একটি গ্রাম থেকে এক যুবকের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে তাকে হোমে পাঠান হয়। সম্ভাব্য জায়গায় পুলিশ তার খোঁজ করছে।

খিচুড়ি দিলেন আইজি
রাজ্য পুলিশের আইজি বালতি হাতে খিচুড়ি পরিবেশন করছেন। আর পাতপেড়ে খিচুরি খাচ্ছেন বাসিন্দারা। মঙ্গলবার মানবাজার ও বোরো থানা লাগোয়া কুমারী নদীর চড়ে খড়িদুয়ারা সেতুর নিচে কয়েক হাজার বাসিন্দাকে নিয়ে পুলিশের উদ্যোগে এই চড়ুইভাতি হয়। খাওয়ার শেষে ঝুমুরের তালে বাসিন্দারা কোমরও দোলালেন। আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ বলেন, “জঙ্গলমহলের বাসিন্দাদের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও নিবিড় করতেই এই উদ্যোগ।” ছিলেন ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) লক্ষ্মীনারায়ণ মিনা, ডিআইজি (সিআরপি) টি এন খুঁটিয়া এবং পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের তিন পুলিশ সুপার সহ জেলার পদস্থ পুলিশ কর্তারা।

গ্রেফতার ভূমি-কর্তা
ঘুষ নেওয়ার অভিযোগে পুরুলিয়া জেলার ভূমি দফতরের এক কর্তাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুলাল দাস রঘুনাথপুরের মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। জেলা প্রশাসনের দাবি, মঙ্গলবার বিকেলে রঘুনাথপুর শহরের একটি লজে টাকা লেনদেনের সময় ওই আধিকারিককে হাতেনাতে ধরেন রঘুনাথপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট জিগীষেন্দ্র সিংহ ও অরিন্দম মুখোপাধ্যায়।

দেহ উদ্ধার
রেললাইনের পাশে মিলল এক প্রৌঢ়ের দেহ। মঙ্গলবার আদ্রা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের অদূরে দেহটি পড়েছিল। কোনও ট্রেন থেকে পড়ে এই ঘটনা বলে অনুমান।

শ্রমিকের মৃত্যু
ট্রাক্টর উল্টে মৃত্যু হল সোনারাম কুমার (৩৭) নামে এক শ্রমিকের। বাড়ি কোটশিলার আদারডি গ্রামে। সোমবার দুর্ঘটনাটি ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.