দাদার অস্বভাবিক মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে ভাইকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটছে জয়নগর থানার দেড়বেড়িয়া গ্রামে। ধৃতের নাম সনৎ হালদার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাশিস হালদার (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার হয়। দেবাশিসবাবুর স্ত্রী রূপা হালদারের অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে তাঁর স্বামীকে ভাসুর ও দেওড় খুন করেছে। রূপাদেবী বলেন, “সোমবার রাতে কয়েক জন দুষ্কৃতী ঘুমন্ত অবস্থায় আমার স্বামীকে তুলে নিয়ে যায়। আমাদের হাত বেঁধে দেয় দুষ্কৃতীরা। অনেক চেষ্টায় আধ ঘণ্টা পর হাতের বাঁধন খুলে, বাড়ির বাইরে গিয়ে দেখি, বাগানে স্বামীর নিথর দেহ পড়ে।” স্থানীয় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দেবাশিসকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তকারী অফিসাররা জানান, জমি বিক্রি নিয়ে দেবাশিসের সঙ্গে দুই ভাইয়ের ঝামেলা চলছিল। রূপাদেবীর অভিযোগের ভিত্তিতে সনৎকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর এক ভাই পলাতক।
|
গাঁজা-সহ ধৃত, উদ্ধার সিলিন্ডার
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
২২ কেজি গাঁজা-সহ এক চোর ও তার শাগরেদকে গ্রেফতার করল পুলিশ। তাদের জেরা করে উদ্ধার হল চোরাই সিলেন্ডারও। ঘটনাটি ঘটেছে হাবরা থানার বেলঘরিয়া বাইপাস রোড এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কানাই ওরফে সুদীপ্ত ও রফিক শেখ। কানাইয়ের বাড়ি হাবরার নেহরুবাগ এলাকায়। গ্যাস সিলেন্ডার, ট্রাকের ব্যাটারি, কম্পিউটার ও সাইকেল চুরির বেশ কিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধরা পড়ে জেলেও ছিল সে। রফিকের কাছে সে চোরাই জিনিস বিক্রি করত বলে অভিযোগ। কানাইকে জেরা করে পুলিশ ৪ টি গ্যাস সিলেন্ডার, ২ টি সাইকেল ও একটি কম্পিউটার উদ্ধার করেছে।
|
শ্রমিক বিক্ষোভে বন্ধ লঞ্চ চলাচল
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
বেতনবৃদ্ধির দাবিতে রবিবার বিকাল থেকে বন্ধ ডায়মন্ড হারবার-কুকড়াহাটি লঞ্চ চলাচল। বিক্ষোভের জেরে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। এই দুই ঘাটে রয়েছেন ৪৮ জন অস্থায়ী শ্রমিক। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বাড়ানো হচ্ছে না। তা নিয়ে নদীঘাটের দায়িত্বে থাকা ডায়মন্ড হারবার পুরসভার কাছে বারবার অনুরোধ করলেও লাভ হয়নি বলে অভিযোগ। পুরপ্রধান পান্নালাল হালদার বলেন, “প্রতিদিন ওই ঘাট দিয়ে পাঁচ থেকে ছয় হাজার যাত্রী পরিবহণ হয়। শ্রমিকেরা না জানিয়ে লঞ্চ বন্ধ করে ঠিক করেনি।” তিনি আরও বলেন, “যাত্রীভাড়া না বাড়ালে বেতনবৃদ্ধি সম্ভব নয়।”
|
দু’জন অস্ত্রব্যবসায়ীকে হাতেনাতে ধরল ভাঙড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের নাম হাবিবুল মোল্লা এবং হাকিম মোল্লা। হাবিবুলের বাড়ি জীবনতলা থানার ঘিখালি পয়না গ্রামে এবং হাকিমের বাড়ি জীবনতলা থানার জয়খালি গ্রামে। |