চার স্কুলছাত্রীকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল দুষ্কৃতীদের এক জন। তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। মঙ্গলবার সকালে বসিরহাট থানার মোমিনপুরে হাজরাতলায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সোনাই নস্কর নামে ধৃত দুষ্কৃতীর বাড়ি বসিরহাটের রাজেন্দ্রপুরের বাল্লে গ্রামে। সে ধরা পড়লেও তার সঙ্গে থাকা বাকি তিন দুষ্কৃতী মোটর সাইকেলে করে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। ছাত্রীদের অভিভাবক ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের পক্ষ থেকে থানায় অপহরণের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।
বসিরহাটের আইসি শুভাশিস বণিক বলেন, “এ দিন গৃহশিক্ষকের কাছে পড়ে ফেরার সময় ওই চার ছাত্রীকে দু’টি মোটর সাইকেলে করে আসা পাঁচ দুষ্কৃতী অপহরণের চেষ্টা করে। এক ছাত্রীর চিৎকারে লোকজন ছুটে এসে দুষ্কৃতীদের একজনকে ধরে ফেলে। বাকিদের খোঁজ চলছে। কেন ওই ছাত্রীদের জোর করে মোটর সাইকেলে তোলার চেষ্টা হচ্ছিল তার তদন্ত হচ্ছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চার ছাত্রীরই বাড়ি মোমিনপুর গ্রামে। সকলেই চাঁপাপুকুর হাইমাদ্রাসায় পড়ে। দু’জন ষষ্ঠ শ্রেণির ও দু’জন পঞ্চম শ্রেণির ছাত্রী। এ দিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল তারা। সকাল ৯টা নাগাদ তারা যখন বাড়ি ফিরছিল সেই সময় দু’টি মোটর সাইকেলে পাঁচ যুবক তাদের পিছু নেয় বলে ওই ছাত্রীরা জানায়। হাজরাতলা মোড়ের কাছে ওই যুবকেরা তিনজন ছাত্রীকে ধরে জোর করে মোটর সাইকেলে তোলার চেষ্টা করে। এটা দেখে চতুর্থজন চিৎকার শুরু করে। অবস্থা বেগতিক দেখে তাকেও ধরে মোটর সাইকেলে তোলার চেষ্টা করে ওই যুবকেরা। স্থানীয় বাসিন্দা কেরামত আলি সর্দার বলেন, “হঠাৎ কিছু মেয়ের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে দেখি কয়েকজন ছেলে চারটি মেয়েকে মোটর সাইকেলে তোলার চেষ্টা করছে। দেখে রে রে করে ছুটে যাই। তার মধ্যেই দুষ্কৃতীরা মেয়েগুলিকে ছেড়ে দিয়ে ও এক সঙ্গীকে ফেলেই মোটর সাইকেলে চম্পট দেয়।” গ্রামবাসীরা ওই দুষ্কৃতীকে ধরে মারধর করে পুলিশে দেয়।
চাঁপাপুকুর পঞ্চায়েতের সদস্য আব্দুল রজ্জাক বলেন, “হাজরাতলা জায়গাটা একটু নির্জন। তাই বলে দিনের বেলায় যে ভাবে দুষ্কৃতীরা মোটর সাইকেলে করে এসে ছোট ছোট মেয়েদের অপহরণের চেষ্টা করেছিল তা খুবই উদ্বেগের।” ধৃত দুষ্কৃতী অবশ্য অপহরণের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে। জেরায় সে পুলিশকে জানায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ছাত্রীর হাত ধরলে তার সঙ্গীরা ভয় পেয়ে চিৎকার করাতেই এই বিপত্তি। তবে কেন সে হঠাৎ ওই ছাত্রীর হাত ধরতে গেল তার কোনও সদুত্তর দিতে পারেনি ওই দুষ্কৃতী। |