টুকরো খবর
উদ্যোগী অধীর, বিশেষ ট্রেন উরস উৎসবে
মন্ত্রীকে কাছে পেয়ে মেদিনীপুরের কংগ্রেস নেতৃত্ব উরস উৎসব উপলক্ষে বিশেষ ট্রেনের দাবি জানিয়েছিলেন। মঙ্গলবার তা মঞ্জুর করলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। উরসে তিন জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। পুরুলিয়ায় রেলের অনুষ্ঠান সেরে ফেরার পথে সোমবার মেদিনীপুর স্টেশনে এসেছিলেন রেল প্রতিমন্ত্রী। কংগ্রেস নেতৃত্ব তাঁকে স্বাগত জানান। সঙ্গে কিছু দাবিও জানানো হয়। তার মধ্যে ‘উরস স্পেশাল’ ট্রেন চালানোর দাবি অন্যতম। মঙ্গলবার তাতে অনুমোদন মিলেছে। রেল সূত্রে খবর, ১৭ ফেব্রুয়ারি দুই জোড়া এবং ১৮ ফেব্রুয়ারি এক জোড়া স্পেশাল ট্রেন হাওড়া-মেদিনীপুর রুটে চালানোর সিদ্ধান্ত হয়েছে। ট্রেনগুলো এই রুটের প্রতিটি স্টেশনে দাঁড়াবে। ১৬ ফেব্রুয়ারি থেকে মেদিনীপুরে উরস উৎসব শুরু হবে। প্রতিবারই এতে যোগ দিতে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে আসেন ধর্মপ্রাণ মানুষজন। ১৯০২ সাল থেকে এই ট্রেন আসছে। শুধু ওপার বাংলা নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকেও অনেকে আসেন। জোড়া মসজিদের পাশে মেলা বসে। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তীর্থঙ্কর ভকত বলেন, “উরসে জাতি-ধর্ম নির্বিশেষে বহু মানুষ আসেন। স্পেশাল ট্রেনের ফলে সকলেরই সুবিধে হবে।”

বাড়ি-বাড়ি জল পৌঁছল কাঁথিতে
অবশেষে নলবাহিত জল সরবরাহ চালু হল কাঁথিতে। সোমবার কাঁথি পুর এলাকার বাড়ি-বাড়ি লাইন সংযোগের সূচনা করেন পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী। গত বছর ২৬ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয়ে কাঁথি পুর এলাকায় বাড়ি-বাড়ি জল সরবরাহ প্রকল্পে তিনটি জলাধারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। উদ্বোধন করেছিলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই প্রকল্পে সোমবার প্রথম আবেদনকারীর বাড়িতে জলের লাইনের সংযোগ দেওয়া হল। পুর এলাকার ২০টি ওয়ার্ডে ১১টি গভীর নলকূপের মাধ্যমে জল সংগ্রহ করে তা তিনটি জলাধারের মাধ্যমে সরবরাহ করা হবে। প্রথমে ২৪ ঘণ্টা সরবরাহ চালু থাকলেও পরে দিনে তিন বার নির্দিষ্ট সময়ে সরবরাহ হবে।” এ দিন অনুষ্ঠানে ছিলেন কাঁথি পুরসভার জল সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত কাউন্সিলার সুবল মান্না, পুর-বাস্তুকার দিলীপ চুয়ান, ওয়ার্ড কাউন্সিলার মিনতি মিশ্র প্রমুখ।

পরিবহণ ধর্মঘট উঠল এগরায়
টানা দু’দিন পরিবহণ ধর্মঘটের পর তা প্রত্যাহার করল আইএনটিইউসি (ইনটাক)। মঙ্গলবার কয়েকটি রুটে কিছু বাস চলাচল করলেও, চলেনি মিনিবাস বা ট্রেকার। মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস বলেন, “পূর্ত দফতরের তরফে রাস্তা সারাইয়ের আশ্বাস দেওয়া হয়েছে। আজ, বুধবার থেকেই রাস্তা সারাইয়ের মালপত্র ফেলার কাজ শুরু হবে।” রাস্তা সারাইয়ের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য এগরার কয়েকটি রুটে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছিল ইনটাক। ইনটাকের এগরা মহকুমা সভাপতি চন্দ্রশেখর রায় বলেন, “প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হচ্ছে।” তাঁর হুশিয়ারি, “কথা না রাখলে ফের আন্দোলন হবে।” প্রশাসন সূত্রে খবর, রাস্তা সারাইয়ের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাস্তা সারাইয়ের আশ্বাসও মিলেছে। তবে, এ বারও কাজে গড়িমসি হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে আর্থিক জরিমানা করা হবে। ঠিক হয়েছে, রাস্তা সারাইয়ের কাজের অগ্রগতি বিচার করে আগামী ৯ ফেব্রুয়ারি ফের বৈঠক হবে।

দিঘায় প্রতীক্ষালয় ও আসন সংরক্ষণ কেন্দ্র
সৈকত শহর দিঘায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার যাত্রী প্রতীক্ষালয় ও আসন সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন কাঁথির সাংসদ তথা সদ্য দায়িত্বপ্রাপ্ত দিঘা-শঙ্কপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী। সোমবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে পর্ষদের পক্ষ থেকে কয়েক বিঘা জমি দেওয়ার আশ্বাসও দেন শিশিরবাবু। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান তথা বিধায়ক তমোনাশ ঘোষ কর্মীদের উদ্দেশ করে বলেন, “বিগত ৩৪ বছরের মতো ইচ্ছেমাফিক আসা, আন্দোলনের নামে সংস্থার ক্ষতি বরদাস্ত করা হবে না। আপনারা সংস্থাকে বাঁচিয়ে নিজেদের জীবন-জীবিকা সুরক্ষিত করুন। না হলে স্বেচ্ছাবসর নিন।” উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিধায়ক অখিল গিরি, রামনগর ১ পঞ্চায়েত সভাপতি দেবব্রত দাস ও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল উপস্থিত ছিলেন। দিঘা-নন্দীগ্রাম নতুন বাসরুটের প্রথম বাসের যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয় এ দিন।

বিবেকানন্দ স্মরণ
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ-শতবর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যাগুরুকুলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে। আজ, বুধবার বিকেল চারটেয় কন্যাগুরুকুলের সভাঘরে এক ধর্মসভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার আলমপুর মঠের স্বামী জিতাত্মানন্দ।

মাধ্যমিকের প্রস্তুতি বৈঠক
মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে জেলাস্তরে বৈঠক হল মঙ্গলবার। জেলা কালেক্টরেটের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনি, সদর মহকুমাশাসক অমিতাভ দত্ত, খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলা প্রমুখ। ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকেরাও। পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে এরপর মহকুমাস্তরেও বৈঠক হবে। প্রসঙ্গত, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা।

চোলাই উদ্ধার
মদের ঠেকে হানা দিয়ে ১৮০ লিটার চোলাই বাজেয়াপ্ত করল আফগারি দফতর। মঙ্গলবার সকালে মহিষাদলের পূর্ব শ্রীরামপুরের ঘটনা। এছাড়াও প্রায় ১০ হাজার লিটার চোলাই তৈরির কাঁচামাল নষ্ট করা হয়েছে। আফগারি দফতরের জেলা সুপার তপনকুমার মাইতি জানান, নন্দকুমারের মহম্মদপুরেও ২৪০ লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়েছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.