|
|
|
|
মেলায় মেতেছে মাকলি |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
গোয়ালতোড়ের মাকলিতে শুরু হল পাঁচ দিনের কৃষি ও গ্রামীণ মেলা।
একদা যে মাকলি ছিল মাওবাদী অধ্যুষিত, আজ সেখানেই পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয়েছে মেলা। স্থানীয় পঞ্চায়েত প্রধান তৃণমূলের ঝুম্পা প্রমাণিক বলেন, “এখানে কোনও দিন মেলা হয়নি। দীর্ঘ দিন এলাকার মানুষ আতঙ্কে কাটিয়েছেন। মানুষ যাতে গুমোট পরিবেশ থেকে বেরিয়ে একটু আনন্দ পান, সেই উদ্দেশ্যেই মেলার আয়োজন।”
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় ব্লকের প্রায় ১০টি পঞ্চায়েতের মধ্যে আটটি পঞ্চায়েত ছিল মাওবাদীদের মুক্তাঞ্চল। |
|
মাকলি মেলায় ধান কাটার যন্ত্র দেখতে ভিড়। —নিজস্ব চিত্র। |
বিশেষ করে বাঁকুড়ার সারেঙ্গা ঘেঁষা মাকলি পঞ্চায়েতের মাকলি-সহ ভালুকবাসা, কদমবাঁদি, আমজোড়, পেড়িয়াবাঁধ, কেশিয়ার বিভিন্ন এলাকা ছিল মাওবাদীরা ডেরা। আতঙ্কে বন্ধ ছিল চাষবাস। সেই সময় এই এলাকায় মেলা ছিল অকল্পনীয়। কিন্তু এখন সেই জঙ্গলমহলে পাল্টেছে পরিবেশ। ঘরছাড়ারা ফিরছেন ঘরে। জোর কদমে চলছে চাষ। মঙ্গলবার মাকলিতে কৃষি ও গ্রামীণ মেলা শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ।
সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। রয়েছে কৃষি প্রদর্শনী থেকে স্বনির্ভর গোষ্ঠীদের নানা স্টলও। এ দিন মেলার উদ্বোধন করে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “উন্নয়নের জন্যই জঙ্গলমহলে শান্তি ফিরেছে। আপনারা সবাই নির্ভয়ে মেলায় আসুন।” |
|
|
|
|
|