নিজেদের ঘরের মাটিতে ধোনিরা বিশ্ব জয় করলেও, পারলেন না মিতালি রাজরা। এ বারও অধরা থেকে গেল বিশ্বকাপ। গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হল ভারতকে। অন্য গ্রুপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তানও। এখন সপ্তম স্থানের জন্য প্লে-অফ ম্যাচে মুখোমুখি ভারত-পাক।
মঙ্গলবার গ্রুপ লিগে শ্রীলঙ্কার কাছে ১৩৮ রানে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকেই ছিটকে গেল ভারত। ১৯৯৭-এ শেষ বার গ্রুপ লিগ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। ১৮ ম্যাচে এই প্রথম শ্রীলঙ্কার কাছে হারতে হল মিতালি রাজের দলকে। |
ইংল্যান্ডের পর আবারও লঙ্কাবাহিনীর বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লেন ভারতের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার ২৮২ রানের জবাব দিতে নেমে মাত্র ১৪৪ রানেই গুটিয়ে যান মিতালিরা। ব্যাটে-বলে ভারতকে কাযর্ত নাস্তানাবুদ করে ছেড়েছেন শ্রীলঙ্কার দীপিকা, শশীকলারা। একমাত্র ঝুলন ছাড়া ভারতের বোলাররা চূড়ান্ত ব্যর্থ। বাঙালি তনয়া একাই তিন উইকেট তুলে নেন। ভারতীয় বোলারদের ব্যর্থতার সুযোগ নিয়ে বড় রানের ইনিংস গড়ে শ্রীলঙ্কা। ব্যাট হাতে ভারতের হয়ে সর্বাধিক ৩৮ রান করেন রিমা মলহোত্রা। হতাশ মিতালি হারের জন্য বোলারদের দায়ী করে বলেছেন, “এ দিন আমাদের সব বোলারই ব্যর্থ। বড় রানের লক্ষ্য সামনে থাকলে শুরুটা ভাল হওয়া দরকার। কিন্তু আমাদের সেটা আজ হয়নি। লজ্জার যে, ঘরের মাঠে বিশ্বকাপ হওয়া সত্ত্বেও আমরা গ্রুপ লিগ থেকেই ছিটকে গেলাম।”
শ্রীলঙ্কা শিবিরের ছবিটা অবশ্য উলটো। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বলে জেতার পর থেকেই লঙ্কার মেয়েদের নিয়ে উৎসাহ বেড়েছে। শ্রীলঙ্কার অধিনায়কের তার আগের দিন পর্যন্ত আক্ষেপ ছিল, দেশের মেয়েরা যে বিশ্বকাপ খেলতে এসেছেন, তা বোধহয় অল্প কয়েক জনের বাইরে কেউ জানেন না। তাঁর সেই আক্ষেপ মিটতে চলেছে। এই বিশ্বকাপে শ্রীলঙ্কাই এখন ডার্ক হর্স।
পাকিস্তান ১২৬ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।
|
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৮২-৫ (দীপিকা ৮৪, ঝুলন ৩-৬৩)
ভারত ৪২.২ ওভারে ১৪৪ (রিমা ৩৮, চামানি ২-১০) |