সামির বাংলা ছাড়া নিয়ে জল্পনা
সন্ন মরসুমে সামি আহমেদ কি বাংলা ছাড়ছেন?
ইংল্যান্ড সিরিজ কাঁপিয়ে বাংলা পেসার যখন ইরানি ট্রফির প্রস্তুতিতে ব্যস্ত, তখনই তাঁকে ঘিরে এমন চরম জল্পনা চালু হয়ে গেল।
জানা গেল, আগামী মরসুমে সামিকে পাওয়ার জন্য প্রবল ভাবে ঝাঁপিয়েছে উত্তরপ্রদেশ। যেখান থেকে সামির কলকাতায় আসা। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর সামিকে উত্তরপ্রদেশে নিয়ে আসার জন্য উঠেপড়ে লেগেছেন সুরেশ রায়না, ভুবনেশ্বর কুমারের মতো কেউ কেউ। যাঁরা কিনা ভারতীয় টিমের নিয়মিত সদস্য। আরও বলা হচ্ছে, উত্তরপ্রদেশে গেলে একই সঙ্গে ভাল চাকরিও পেয়ে যাবেন বাংলা পেসার। দু’টো সংস্থার নাম শোনা যাচ্ছে। এয়ার ইন্ডিয়া এবং ওএনজিসি। সেখানে না কি তাঁর চাকরি হয়ে যাবে। ঘটনা হচ্ছে, এই দু’টো অফিস টিমেই উত্তরপ্রদেশের ছেলে প্রচুর।
এই মুহূর্তে দেশের হয়ে খেলে ফেললেও কোথাও চাকরি করেন না সামি। অতীতেও তাঁর বাংলা ছাড়ার কথা শোনা গিয়েছিল ঠিকই, কিন্তু এ ভাবে প্রবল জল্পনা সৃষ্টি হয়নি। সামির মোহনবাগান টিমমেটদের অনেকেই জানেন ব্যাপারটা। তাঁদের মত হচ্ছে, এক দিকে উত্তরপ্রদেশ ক্রিকেটারদের ডাক। তার সঙ্গে চাকরির প্রস্তাব। এই দুইকে উপেক্ষা করা কঠিন হতে পারে সামির পক্ষে। সে ক্ষেত্রে তিনি বাংলা ছেড়েও দিতে পারেন।
বাংলা পেসার ইরানি খেলতে এখন মুম্বইয়ে। মঙ্গলবার রাতে চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। এমনকী সতীর্থদের কারও ফোনও সামি ধরেননি। উত্তরপ্রদেশের ক্রিকেটমহলের কাছেও খবর, সামি আসছেন পরের মরসুমে। তাদের হয়েই রঞ্জি খেলবেন। যা শুনে সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলে দিলেন, “ঘটনাটা যদি সত্যি হয়, তা হলে চরম দুর্ভাগ্যজনক হবে। সামি তো বাংলা খেলেই উঠেছে। বাংলার হয়ে রঞ্জিতে ভাল পারফর্ম করেই জাতীয় দলের হয়ে খেলেছে।” সঙ্গে আরও যোগ করলেন, “সামি ইরানি খেলে ফিরে এলে ওর সঙ্গে কথা বলব। চাকরিটা সমস্যা হওয়ার কথাই নয়। বাংলার ক্রিকেটাররা চাকরি পেলে ও পাবে না কেন?”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.