খাবারের খোঁজে জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়া এক চিতাবাঘকে লাঠিসোটা, ধারালো অস্ত্র দিয়ে মারল উত্তেজিত জনতা। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ধুবুরি জেলার গোলকগঞ্জ থানার চড়াইখোলা জঙ্গল লাগোয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ দিন চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হন ৩ জন গ্রামবাসী। এর পরেই উত্তেজিত এবং আতঙ্কিত জন্তুটিকে পিটিয়ে মারে। মৃত পুরুষ চিতাবাঘটি প্রায় ৫ ফুট লম্বা। চিতাবাঘের হানায় জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বন কর্মী এবং পুলিশ যেতে দেরি করায় বাসিন্দারা চিতা বাঘটিকে মেরে একটি গাছে ঝুলিয়ে রাখে। প্রায় ২ ঘন্টচা পর ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের হাত থেকে চিতাবাঘের দেহটি পুলিশ এবং বনকর্মীরা উদ্ধার করেন। জখমদের নাম গোপাল রায়, হরেন রায় এবং যতন রায়। গোপাল রায় এবং হরেন রায় দু’ ভাই। তাদের সকলেরই বাড়ি চড়াইখোলা গ্রামে। জখমদের ধুবুরি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোপাল রায়ের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চড়াইখোলা গ্রামের বাসিন্দা গোপালবাবুদের গোয়ালঘর থেকে আচমকাই শ্বাপদটি বেরিয়ে আসে। প্রথমেই গোপালবাবুর ওপর ঝাঁপিয়ে পরে গলার কাছে কামড় বসায়। তাঁর মাথায় এবং পায়েও কামড় দেয়।
দাদার এই অবস্থা দেখে চিতাবাঘটিকে তাড়া করতে গেলে গোপালবাবুকে ছেড়ে তাঁর ভাই হরেনবাবুর উপর ঝাঁপায় সেটি। হরেনবাবুর চিৎকার শুনে পড়শি যতনবাবু বেড়িয়ে আসেন। চিতাবাঘটি তাঁকেও আক্রমণ করে। মুহূর্তে খবর চাউড় হতেই প্রায় এক হাজার গ্রামবাসী লাঠিসোটা এবং ধারাল অস্ত্র নিয়ে জড়ো হয়। বনবিভাগ এবং পুলিশে খবর দেওয়া হলেও তাদের কেউ আসছে না দেখে বাসিন্দারা নিজেরাই সেটিকে কাবু করতে ময়দানে নামেন। প্রায় ১ ঘন্টা চিতাবাঘটিকে তাড়া করে তাঁরা পিটিয়ে মারে জন্তুটিকে।
উত্তেজিত বাসিন্দাদের আভিযোগ, চিতাবাঘটিকে লোকালয়ে দেখেই গ্রামবাসীরা বন বিভাগ, পুলিশে খবর দিয়েছিলেন। বনকর্মীরা প্রায় দু’ ঘন্টা বাদে ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে চিতাবাঘটিকে মেরে ফেলেছেন বাসিন্দারা। মৃত চিতাবাঘটিকে একটি গাছে ঝুলিয়ে রাখেন তাঁরা। প্রায় ৪ ঘন্টা বাদে মৃত চিতাবাঘটিকে উত্তেজিত গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে বনকর্মীরা। ধুবুরির বনাধিকারিক মহিবুল আহমেদ বলেন, “সম্ভবত আলকঝারি জঙ্গল থেকে খাবারে খোঁজে বছর তিনেকের পুরুষ চিতাবাঘটি গ্রামে ঢুকে পরেছিল। এভাবে চিতাবাঘটিকে মারা ঠিক হয়নি। আমরা মৃত চিতাবাঘটি ময়নাতদন্ত করে পুড়িয়ে দেব। চিতাবাঘ মারার ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। |