ছবিটি তুলেছেন দীপঙ্কর ঘটক। |
জংলের গাছগাছালি, পাখি সম্পর্কে জানার পরে মঙ্গলবার দুপুরে ওরা স্পর্শ অনুভুতি দিয়ে হাতি দেখল। বিরাট প্রাণী বুঝে সে কী উচ্ছাস প্রত্যেকের। গরুমারার কালিপুরে শিলিগুড়ির হিমাল্যান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন আয়োজিত প্রকৃতিপাঠ শিবিরে খুশি যেন ভেঙে পড়েছে। দৃষ্টিহীন ওই ছেলেমেয়েরা শুধু ছুঁয়ে দেখেনি, কুনকিদের শুঁড়ে হাত বুলিয়ে বলেছে ভাল থেকো। লাটাগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বন বিভাগের সহযোগিতায় ৩ ফেব্রুয়ারি থেকে ওই শিবির চলছে। আজ, বুধবার শেষ হবে। ডুয়ার্সের বিভিন্ন চা বাগান ও প্রত্যন্ত এলাকা থেকে ৪০ দৃষ্টিহীন ছেলেমেয়ে শিবিরে যোগ দিয়েছে। ওরা এ ক’টা দিন জঙ্গলে তাঁবুতে রাত কাটিয়ে, পাহাড়ি নদীতে স্নান করে, কলতান শুনে পাখি চেনার চেষ্টা করেছে । এ দিন দুপুরে বন বিভাগের তরফে কুনকি মেঘলাল, কিরণরাজ, চন্দন ও তিস্তাকে পাঠিয়ে দেওয়া হয় শিবিরের ছেলেমেয়েদের কাছে। মাহুতদের সাহায্যে এক সময় ছেলেমেয়েরা কিরণরাজের পিঠে চেপে বসে খিলখিলিয়ে হাসতে শুরু করে। চন্দনের শুঁড় জড়িয়ে ধরে সে কী আনন্দ তাদের। হিমাল্যান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউনডেশনের মুখপাত্র অনিমেষ বসু ওই প্রসঙ্গে বলেন, “কে বলবে ওঁদের চোখে আলো নেই। ওরা আর দশজন ছেলেমেয়ের মতোই স্বাভাবিক।” |
চোরাই কাঠ আটক হিড়বাঁধে নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ |
বেআইনি ভাবে শালকাঠ পাচারের অভিযোগে দু’জনকে ধরল বন দফতর। শালকাঠ বোঝাই পিকআপ ভ্যানটিও আটক করা হয়। ধৃতেরা হলেন পিকআপ ভ্যানের মালিক প্রশান্ত গরাই ও চালক শুকলাল হেমব্রম। তাঁদের বাড়ি পুরুলিয়ার কুইলাপালে। সোমবার রাতে হিড়বাঁধ থানার তিলাবনী মোড়ে, মানবাজার-হাতিরামপুর রাস্তায় পুলিশ ও বন দফতরের যৌথ অভিযানে তারা ধরা পড়ে। ধৃতদের মঙ্গলবার খাতড়া আদালতে তোলা হলে ১৪ দিনের জেলহাজত হয়। ডিএফও (বাঁকুড়া দক্ষিণ) সুধীরচন্দ্র দাসের দাবি, “১৩০ ঘনফুট শালকাঠ উদ্ধার হয়েছে। পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল থেকে কাঠ চেরাই করে ঘুরপথে পাচার করা হচ্ছিল।” |
হরিণ উদ্ধার নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
লোকালয়ে ঢুকে পড়া একটি সম্বর হরিণ উদ্ধার করে বন দফতরের হাতে দিলেন গ্রামবাসী। মঙ্গলবার কোচবিহার শহর লাগোয়া দক্ষিণ টাকাগছের সুঙসুঙি বাজার এলাকার ঘটনা। বাসিন্দারা মঙ্গলবার সকালে প্রায় দু’বছর বয়সের পুরুষ হরিণটি গ্রামে ঘুরতে দেখেন। তাঁরা সেটিকে আটকে বন দফতরে খবর দেন। বনকর্মীরা হরিণটি উদ্ধার করে পাতলাখাওয়ার জঙ্গলে ছেড়ে দেন। |
জ্বালানির জন্য জঙ্গলে কাঠপাতা সংগ্রহে গিয়ে ভালুকের আক্রমণে জখম হলেন এক মহিলা। রবিবার বিকেলে কোটশিলার কাঁড়িয়র জঙ্গলের ঘটনা। আহত কমলা মুড়াকে প্রথমে ঝালদা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রবিবার রাতেই পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শল্য চিকিৎসক প্রবালকান্তি মণ্ডল বলেনন, “কমলাদেবীর মাথার খুলির উপরে প্রায় পুরো চামড়াটাই তুলে দিয়েছিল ভালুকটি।”
|
|
মঙ্গলবার শিলিগুড়ির পানিঘাটা ও বিধাননগর থেকে উদ্ধার হয় সম্বর ও
বার্কিং ডিয়ার। সুকনা রেসকিউ সেন্টারে পরিচর্যায় বনকর্মীরা। ছবি: সন্দীপ পাল। |
|