পালন করেও কিশোরীকে নির্যাতন, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক কিশোরীর উপর যৌন অত্যাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অমিত মণ্ডল নামে এক ব্যক্তিকে। তার বাড়ি কালনা ফটক বড়মসজিদতলায়। তবে এই কাজে জড়িত আরেক জন পালিয়ে গিয়েছে। অপূর্ব চৌধুরী নামের ওই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। বর্ধমান থানার আইসি দিলীপকুমার মণ্ডল জানিয়েছেন, আড়াই বছর বয়সে ওই কিশোরীকে কুড়িয়ে পান অমিত। তবে বয়স ১২ পার হবার পর থেকেই তার উপর নিয়মিত যৌন অত্যাচার করতেন তিনি। সোমবার রাতে অপূর্ব চৌধুরী নামে আরেক জনকেও অমিতবাবু বাড়িতে নিয়ে আসেন। কোল্ড ড্রিংসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ওই কিশোরীকে আচ্ছন্ন করে ধর্ষণের চেষ্টা করাতে কিশোরীর সম্বিত ফেরে। চিৎকার করতে থাকে সে। চিৎকারে এলাকার লোক ছুটে এলে অপূর্ব পালিয়ে যায়। পড়শিরা থানায় অভিযোগ করেন। অমিতকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করালে আদালত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বুধবার ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষা হবে।
|
তার ছিঁড়ে থমকে ট্রেন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অতিরিক্ত কয়লা নিয়ে যাওয়ার পথে তার ছিঁড়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ল একটি মালগাড়ি। মঙ্গলবার অন্ডাল থেকে কোলাঘাট স্টেশনে যাওয়ার পথে বর্ধমান স্টেশনের কাছের ওভার ব্রিজের নীচে মালগাড়িটির তার ছিঁড়ে যায়। বিদ্যুতের স্ফুলিঙ্গ বের হতে শুরু করে। এই ঘটনার পর ৪০-৫০ মিনিট ধরে মালগাড়িটি আটকে ছিল। ফলে আপ সাহেবগঞ্জ লোকাল ২৫ মিনিট এবং আপ আসানসোল লোকাল ৩০ মিনিটের জন্য থমকে পড়ে। স্টেশন ম্যানেজার গোপালচন্দ্র চট্টোরাজ জানান, মালগাড়িটির ওভারহেড তার মেরামত করে সেটিকে ফের গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়া হয়।
|
একশো দিনের কাজের দাবি
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
একশো দিনের কাজের দাবিতে সোমবার কেতুগ্রামের গঙ্গাটিকুড়ি গ্রাম পঞ্চায়েত দফতরে বিক্ষোভ দেখায় জবকার্ডধারীরা। তাঁদের অভিযোগ, সিপিএম পরিচালিত এই পঞ্চায়েতে প্রায় চার মাস ধরে একশো দিনের কাজ হয়নি। কয়েক দিন আগে বহড়ান গ্রামে একশো দিনের কাজ শুরু হচ্ছে খবর পেয়ে এ দিন তাঁরা বিক্ষোভ দেখায়। নির্দিষ্ট নিয়ম মেনে কাজের জন্য আবেদন করা হলেও তাঁদের কাজ দেওয়া হচ্ছে না বলে গঙ্গাটিকুড়ি গ্রামের জবকার্ডধারীরা অভিযোগ করেছেন। সিপিএমের পঞ্চায়েত প্রধান রামদয়াল ভট্টাচার্য কিংবা উপপ্রধান ঝুমা প্রধান বিক্ষোভ চালাকালীন উপস্থিত ছিলেন না। পরেও ওই দু’জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সিপিএমের ভাগীরথী অজয় জোনাল কমিটির সদস্য প্রবীর গঙ্গোপাধ্যায় বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।”
|
অস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বর্ধমানের ডিভিসি খালপারে হানা দিয়ে ৭.৫৬ মিলিমিটার পিস্তল ও দু’ রাউন্ড গুলি-সহ ওই ব্যক্তিকে ধরা হয়। ধৃতের নাম শেখ রতন। তার বাড়ি বীরভূমের নানুরের বাসাপাড়ায়। তার কাছ থেকেই একটি চোরাই বাজাজ ক্যালিবার মোটরবাইকও পাওয়া গিয়েছে। |