বন্ধ কারখানা চত্বরে বোমা ফেটে জখম হল দুই কিশোর। তবে আঘাত গুরুতর নয়। মঙ্গলবার বিকালে দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডের (এইচএফসিএল) কারখানা চত্বরে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি বোমাও উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল চারটে নাগাদ স্থানীয় বস্তিবাসী দুই কিশোর শঙ্কর রায় ও দিলীপকুমার রায় কারখানা চত্বরের ভেতর জঙ্গলে কুল পাড়তে গিয়েছিল। হঠাৎ একটি থলিতে বোমাগুলি নজরে আসে তাদের। |
হাত ঢুকিয়ে একটি বোমা বের করে মাটিতে রাখতেই বিকট শব্দে সেটি ফেটে যায়। দুজনেই পায়ে আঘাত পায়। খবর পেয়ে ভিড় জমান আশপাশের লোকজন। তারাই পুলিশে খবরও দেন। আহত দুই কিশোরকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন্ধ কারখানার ভিতরে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে। কারখানার সীমানা পাঁচিলও জায়গায় জায়গায় ভাঙা। সেখান দিয়ে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। জঙ্গলের মধ্যে সরু পায়ে চলা পথও নজরে এসেছে। পুলিশ জানিয়েছে, কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
গত বছর ফেব্রুয়ারিতে রাঁচী কলোনিতে আবর্জনার গাদায় দুষ্কৃতীদের জড়ো করে রাখা বোমা ফেটে সাত বছরের এক বালিকা গুরুতর জখম হয়েছিল। তিনদিন পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ১৫ জুন সন্ধ্যায় ধান্ডাবাগের একটি স্কুলের পিছনে বোমা ফেটে এলাকায় আতঙ্ক ছড়ায়। তবে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ এসে সেখান থেকেআরও তিনটি বোমা উদ্ধার করে নিয়ে যায়। কিছুদিন পরে এ জোনের আশিস মার্কেটের পিছনেও বোমাভর্তি থলি উদ্ধার করে পুলিশ। |