ভারতীয় বোর্ড যদি প্রস্তাব দেয়, তা হলে মহেন্দ্র সিংহ ধোনির টিমের কোচ হতে তাঁর কোনও আপত্তি নেই। গড়াপেটা-কাণ্ডে জড়িয়ে পড়া বিতর্কিত প্রাক্তন ভারত অধিনায়ক মহমম্দ আজহারউদ্দিন এমনটাই জানিয়ে রাখলেন।
অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট তাঁকে গড়াপেটা-কাণ্ড থেকে রেহাই দিয়েছে খুব বেশি দিন হয়নি। বোর্ড আজহারকে বার্ষিক অনুষ্ঠানে ডাকলেও অন্ধ্রপ্রদেশ আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছে কি না, তা নিয়ে সরাসরি কিছু জানায়নি এখনও। কিন্তু সে সবের মধ্যেই সোমবার আজহার পরিষ্কার বলে দিলেন, “যতটুকু যা ক্রিকেট আমি খেলেছি, তাতে খেলাটার ব্যাপারে অনেক কিছু শিখতে পেরেছি বলেই মনে করি। আমি সেটা জুনিয়রদের শিখিয়ে যেতে চাই। এ বার বোর্ড আমাকে কী ভাবে ব্যবহার করবে তাদের ব্যাপার। কোচ করবে কি করবে না, সেটা বোর্ডেরই সিদ্ধান্ত। কিন্তু ভারতীয় ক্রিকেটকে যে ভাবেই হোক, সাহায্য করতে চাই।”
যা শুনে বোর্ড কর্তাদের কেউ কেউ আশ্চর্য। বলা হচ্ছে, গড়াপেটা-কাণ্ডে আজীবন নির্বাসনের শাস্তি থেকে আজহারকে রেহাই দেওয়া হবে কি না, তা নিয়ে এখনও কোনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বোর্ড। সেই পরিপ্রেক্ষিতে অদূর ভবিষ্যতে আজহারের কোচ হওয়ার সম্ভবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু ঘটনা হচ্ছে, শুধু জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে নয়। পাশাপাশি টিম ইন্ডিয়া নিয়ে বিশেষ কিছু পরামর্শও দিয়ে রেখেছেন মোরাদাবাদের কংগ্রেস সাংসদ। বলেছেন, “ভারতীয় টিমে নতুন রক্ত দরকার। তরুণ ক্রিকেটারদের আরও বেশি করে খেলানো উচিত। আইপিএল যে তরুণ ক্রিকেটারদের ভাল রকম সাহায্য করছে, কোনও সন্দেহ নেই। বেশ কিছু ভাল তরুণ ক্রিকেটারও পাওয়া গিয়েছে আইপিএল থেকে।” এখানেই না থেমে দেশের প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন, “ক্রিকেটের সব ফর্ম্যাটে মানিয়ে নেওয়ার জন্য স্কিলের দরকার। যেটা আমি নতুন কিছু ক্রিকেটারদের মধ্যে দেখতে পাচ্ছি। সময় এসেছে, ওদের টিমে নেওয়ার।” |