আসন্ন ভারত সফরে উপমহাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অস্ট্রেলিয়া দলের আট জনকে আগেই ভারতে পাঠানোর কথা জানাল অস্ট্রেলীয় বোর্ড। এ ছাড়াও অস্ট্রেলিয়ার মোট সতেরো জনের দলকে তিনটি ভাগে ভেঙে ভারতে পাঠানো হবে বলেও জানিয়েছে বোর্ড। তারই প্রথম ভাগে জ্যাকসন বার্ড, পিটার সিডল ও উসমান খোওয়াজা সহ আট জনের দল ভারতে আসছে ৭ ফেব্রুয়ারি।
আইপিএল নিলামের একমাত্র মিলিয়ন ডলার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল-সহ দ্বিতীয় দল ৯ ফেব্রুয়ারি ও অধিনায়ক মাইকেল ক্লার্ক-সহ বাকী দল ১১ ফেব্রুয়ারি ভারতে আসছে। দলে ভারসাম্য রাখতেই এভাবে দল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক প্রধান। অন্য দিকে ভারত সফরের অস্ট্রেলীয় দলে থাকা শেন ওয়াটসন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ তিনটি এক দিনের ম্যাচের জন্য দলে ঢুকলেন। উসমান খোওয়াজার পরিবর্তে দলে ঢুকলেন ওয়াটসন। অন্য দিকে, ব্রেট লির পর এ বার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নও অস্ট্রেলীয় বোর্ডের রোটেশন নীতি নিয়ে প্রশ্ন তুললেন। “অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে আমরা কেউ খুশি নই। বিশ্বের এক নম্বর দল থাকার সময়ে আমাদের রোটেশন নীতি নিয়ে কেউ প্রশ্ন তোলে নি। বারবার খেলোয়াড় পরিবর্তন না করে ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাটে যোগ্য ক্রিকেটারকে নিয়মিত খেলানোটাই আসল চ্যালেঞ্জ।” বলছেন ওয়ার্ন। এখানেই থেমে না থেকে ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাটের জন্য নিজের পছন্দের দলও ঘোষণা করেছেন ওয়ার্ন। ভারত সফরের আগে যা অস্বস্তি বাড়িয়েছে বোর্ডের।
|
ডেল স্টেইনের আগুনে ফাস্ট বোলিংয়ের সামনে দিশেহারা ভাবে হার স্বীকার করল পাকিস্তান। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ২৭৫ রানের জবাবে পাকিস্তান অল আউট হয়ে যায় ২৬৮তে। দক্ষিণ আফ্রিকা ২১১ রানে টেস্ট জিতে যায়। প্রথম ইনিংসের মতো এ বারও স্টেইন একাই পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দেন। দ্বিতীয় ইনিংসেও পাঁচটি উইকেট নেওয়ায় জোহানেসবার্গ টেস্টে স্টেইনের ঝুলিতে উইকেট সংখ্যা দাঁড়াল এগারোটি। মিসবা উল হক পাকিস্তানের হয়ে সর্বাধিক ৬৪ রান করেন। প্রথম টেস্টে জয় পাওয়ায় সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
|
সুযোগ কাজে লাগাতে পারল না বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ শেষ ম্যাচে গ্রানাডার কাছে হারায় বার্সেলোনা জিতে লিগ টেবলে পয়েন্টের ব্যবধান অনেকটাই বাড়াতে পারত। কিন্তু মেসির গোল সত্ত্বেও ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচ ১-১ ড্র হয়ে গেল। এই নিয়ে লা লিগায় টানা বারো ম্যাচে গোল করলেন মেসি। তবে কোপা দেল রের রিয়াল মাদ্রিদের পর আবার লা লিগার ম্যাচটি ড্র হওয়ায় স্বভাবতই হতাশ মেসিরা। অন্য দিকে লিগ টেবিলে দু নম্বরে থাকা আটলেটিকো মাদ্রিদ ১-০য় বেটিসকে হারানোয় চাপের মধ্যে পড়ে গেল বার্সেলোনা।
|
মোহনবাগানের জয়ের দিনেই সন্তোষ ট্রফির শিবিরে ডাক পেলেন সবুজ-মেরুন স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাস। মঙ্গলবার থেকেই অনুশীলনে যোগ দেবেন তিনি। এ ব্যাপারে ক্লাব কর্তাদের কাছ থেকে ইতিমধ্যেই সবুজ-সঙ্কেত পেয়ে গিয়েছেন ময়দানের এই বর্ষীয়ান ফরোয়ার্ড। সন্তোষের শিবিরে ডাক পেয়ে দীপেন্দু বলছেন, “চূড়ান্ত দলে সুযোগ পেলে সন্তোষ ট্রফিতে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাকে চ্যাম্পিয়ন করতে চাই।”
|
এসি মিলানের হয়ে শুরুটা ভালই হল বালোতেলির। সদ্য ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে এসি মিলানে যোগ দেওয়া বালোতেলি সিরি ‘এ’তে উদিনেসের সঙ্গে ম্যাচে দু’টি গোল করেন। ম্যাচটি ২-১এ জেতে এসি মিলান। তবে এসি মিলান জিতলেও ম্যাচের অতিরিক্ত সময়ের পেনাল্টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচ জিতে উঠে বালোতেনি বলছেন, “জীবনের কঠিন সময় কাটিয়ে উঠে গোল করতে পারাটা আমার কাছে দারুণ ব্যাপার। আনেক দিন পর আজ নিশ্চিন্ত লাগছে। সামনে এগোনোর জন্য আমি তৈরি।”
|
আজ বিশ্ব ক্যানসার ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে যুবরাজ সিংহ স্মৃতির সরণি বেয়ে পৌছে গেলেন মারণ রোগ ক্যানসারের সঙ্গে নিজের লড়াইয়ের দিনগুলোতে। “প্রথম আমার ক্যানসার হয়েছে শুনে ভেবেছিলাম জীবনটা বোধহয় এখানেই শেষ।” বলছেন যুবরাজ। নিজের সংস্থা ‘ইউ-উই-ক্যান’-এর মাধ্যমে আরও অনেক মানুষের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে চান যুবরাজ। নিজের ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি নিয়ে রচিত বই কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের হাত দিয়ে আগামী মাসের মধ্যেই প্রকাশ করার কথাও জানালেন যুবরাজ।
|
আইসিসি একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে এক-এই রইল ভারত। রেটিং পয়েন্ট ১১৯। অন্য দিকে সামান্য পয়েন্টের পার্থক্যে ইংল্যান্ড দু নম্বর স্থানে রয়েছে। র্যাঙ্কিংয়ে ১১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। |