গত বছর ছিল ‘অদ্ভূতম’। এ বার কেরলের সনাতন ঘরানা থেকে সমসাময়িক শিল্পরীতিকে দিল্লির সাংস্কৃতিক জগতের সামনে তুলে ধরল সিমা (সেন্টার অফ ইন্টারন্যাশনাল মর্ডান আর্ট)।
সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। শিল্প-সাহিত্য-সংস্কৃতির দিক থেকে পশ্চিমবঙ্গের মতোই সমৃদ্ধ কেরল। সিমা আর্ট গ্যালারির কর্ণধার রাখী সরকারের কথায়, “কেরলের মাটি বহু সভ্যতার সংমিশ্রণে সমৃদ্ধ। এখানকার শিল্পরীতি বহু প্রজন্মকে প্রেরণা জুগিয়ে আসছে। ওই শিল্পীদের অনেকেই পরিচিত। আবার কেউ অনামী। তাঁদের সকলকে এক জায়গায় নিয়ে আসতেই সিমার এই প্রচেষ্টা।” গত ডিসেম্বরে কলকাতায় প্রথম প্রদর্শনীর পরে
আজ থেকে দিল্লির ইন্ডিয়া
হ্যাবিট্যাট সেন্টারে শুরু হল ‘বিটুইন ডার্কনেস অ্যান্ড ম্যাজিক - এগ্জামিনিং দ্য কেরালা মেটাফর’ প্রদর্শনীটি। আজ দিল্লিতে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন
মন্ত্রকের প্রতিমন্ত্রী শশী তারুর। চলবে শনিবার পর্যন্ত। |
দিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে সিমার প্রদর্শনীর উদ্বোধন করছেন শশী তারুর। ছবি: প্রেম সিংহ |
এই প্রদর্শনীতে রয়েছে গত চার দশকের কেরলের চিত্রকলার এক বিবর্তন। ৩৫ জন শিল্পীর কাজ রয়েছে ওই প্রদর্শনীতে। প্রবীণতম শিল্পী হলেন কে সি এস পাণিকর। প্রাচীনের সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত বিকল্প শিল্পরীতিও। রাখী সরকারের
কথায়, “কেরলের নতুন প্রজন্ম কিন্তু এখনও সূক্ষ্ম হাতের কাজের দক্ষতা হারায়নি।” প্রদর্শনীর সামগ্রিক পরিকল্পনায় মুগ্ধ তারুর বললেন, “ঐতিহ্যের সঙ্গে নতুনের মেলবন্ধন ঘটেছে এই প্রদর্শনীতে। চলচ্চিত্র, সাহিত্য, সঙ্গীত থেকে শুরু করে শিল্পরীতি, সব ক্ষেত্রেই কেরলের একটি সনাতন ঐতিহ্য রয়েছে। বহু বছরের সেই সাংস্কৃতিক বিবর্তন ফুটে উঠেছে এখানে।” |