শিকড় গাঁথা রয়েছে নাটকের পটভূমিতে। তা সত্ত্বেও একশো বছর উজ্জাপনের সময় উৎসাহী সদস্যদের অভাবে একটা নাটকই মঞ্চস্থ করতে পারল না জামশেদপুরের বিষ্টুপুরের মিলনী ক্লাব। তবে শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে অবশ্য ফের নতুন করে নাটক করার পরিকল্পনা নিয়েছেন সদস্যরা।
কেন এমন অবস্থা?
ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের আক্ষেপ, “মনোরঞ্জনের এত রকম বিষয় এসে গিয়েছে যে দর্শকদের সেখান থেকে সরিয়ে এনে মঞ্চের সামনে বসানো সত্যিই খুব কঠিন। তবে এ বার ফের ক্লাবে নাটক শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করা যায় ফেব্রুয়ারি মাসে একটা নতুন নাটক ক্লাবের সদস্যরা মঞ্চস্থ করতে পারবেন। বিষয়টি নিয়ে আমরাও দুঃখিত।”
মিলনী ক্লাবের ইতিহাস কিন্তু জড়িয়ে রয়েছে নাটকের পটভূমিতেই। ১৯১৩ সালে তখনও জামশেদপুর তৈরি হয়নি। আজকের বিষ্টুপুরে তখন সাকচি নামে একটি গ্রাম ছিল। |
মিলনী ক্লাবের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে। জামশেদপুরে। ছবি: পার্থ চক্রবর্তী |
সেখানকার একদল যুবক শুধুমাত্র নাটক করার জন্যই তৈরি করেছিলেন নাটকের দল, সাকচি ড্রামাটিক ক্লাব। বিভিন্ন সময় বিভিন্ন নাটক তাঁরা মঞ্চস্থ করেছেন। ১৯২০ সালে সেই ক্লাবের সঙ্গেই যুক্ত হয় ওড়িয়া ড্রামাটিক ক্লাব নামে আরও একটি নাটকের ক্লাব ও সারস্বত সম্মিলনী। তিনটি ক্লাব মিলিত হয়ে তৈরি হয় মিলনী ক্লাব।
ক্লাবের সদস্যরাই জানান, এক সময় শিশির ভাদুড়ী, অহীন্দ্র চৌধুরীর মতো নাট্যব্যক্তিত্বরা মিলনী ক্লাবে এসে নাটক করেছেন। অথচ উদ্যম আর উৎসাহের অভাবেই বর্তমানে নাটকই সেখানে ব্রাত্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন সদস্যরা। সোমবার ও মঙ্গলবার ক্লাবের শতবর্ষ উজ্জাপনে নাটক ছাড়া অন্যান্য সব ধরনের অনুষ্ঠানই রাখা হয়েছে। শেষবার মিলনী ক্লাবে নাটক হয়েছিল ২০১০ সালে। ক্লাবের বহু পুরনো এক সভ্য, জ্যোতিষচন্দ্র চক্রবর্তী সোমবার নিজের বক্তব্য রাখতে গিয়ে ক্লাবে ফের নাট্য চর্চা ফিরিয়ে আনার জন্য বর্তমান প্রজন্মের সভ্যদের অনুরোধ করেন।
তবে শতবর্ষ পালনের জন্য যে সব অনুষ্ঠান বছরভর চলবে তাতে অবশ্য নাটককে গুরুত্ব দেওয়া হবে বলেই জানান সাধারণ সম্পাদক। তিনি জানান, জামশেদপুরে এ বছর
একটি নাট্যোৎসব করার পরিকল্পনা তাঁদের রয়েছে। সেখানে মিলনীর নাটক থাকবে।
তিনি বলেন, “নাটক আমাদের ঐতিহ্য। সেটা সদস্যরা উপলব্ধি করেন। যে কোনও কারণেই হোক নাটক বন্ধ হয়ে গিয়েছে। তবে নতুন প্রজন্মের অনেকে উৎসাহ দেখাচ্ছেন এখন। আশা করি মিলনী আবার ভালো নাটক উপহার দেবে জামশেদপুরবাসীকে।” |