শালবনির মন মজল নাটকে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শালবনিতে নাট্যমেলা। নিজস্ব চিত্র |
জঙ্গলমহলে আতঙ্কের দিন এখন অতীত। রবিবার সন্ধ্যায় শালবনির কমিউনিটি হল উপচে পড়া ভিড় সে কথাই প্রমাণ করল। এখানেই নাট্যমেলা ২০১৩-এর আয়োজন করেছিল শালবনির নাট্যসংস্থা ‘দৃশ্যজন’। একটা সময় শালবনিতেও পুরোদস্তুর মাওবাদী সক্রিয়তা ছিল। সন্ধে নামলেই রাস্তাঘাট শুনশান হয়ে যেত। এখন অবশ্য এলাকা ছন্দে ফিরেছে। পরিবর্তিত পরিস্থিতিতে এ বারই প্রথম নাট্য উৎসবেরআয়োজন করেছিল স্থানীয় এই নাট্যসংসস্থা। শিল্পায়ন-এর মালাডাক, আলেয়ার ইচ্ছেডানা আর থিয়েটার চন্দননগরের মৃত্যু উপত্যকা দেখতে দর্শকদের রীতিমতো ভিড় জমান। স্বভাবতই খুশি উদ্যোক্তারা। কিছুটা বিস্মিতও। ‘দৃশ্যজন’-এর সম্পাদক প্রসেনজিৎ বসুর কথায়, “আশাতীত ভিড় হয়েছে। অনেকেই বলেছেন, সামনের বছর যেন আরও বড় আকারে নাট্যমেলার আয়োজন করা হয়।” নাট্যমেলার সূচনা করেন শালবনি ট্যাঁকশালের ডেপুটি জেনারেল ম্যানেজার বি এন চক্রবর্তী। |
নাটক মঞ্চস্থ উলুবেড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
আয়োজিত হল তিন দিন ব্যাপী নাট্যোৎসব। উলুবেড়িয়ার ‘অন্বেষণ’-এর উদ্যোগে ২৬-২৮ জানুয়ারি ৪৪তম এই নাট্যোৎসব হয় রবীন্দ্রভবনে। ইন্দ্রাশিস লাহিড়ি রচিত ও মেঘনাদ ভট্টাচার্যের নির্দেশনায় “পিঙ্কিবুলি” নাটক অভিনীত হয়। দ্বিতীয় দিনে পরিবেশিত হয় উজ্জ্বল মুখোপাধ্যায় রচিত ও ঊষা গঙ্গোপাধ্যায় নির্দেশিত ‘মানসী’। তৃতীয় দিনে উৎপল দত্ত রচিত ‘এ বার রাজার পালা’। |
আকুইয়ে নাট্যোৎসব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সম্প্রতি আকুই সংস্কৃতি সংসদ আয়োজিত দু’দিনব্যাপী নাট্যোৎসব আয়োজিত হল ননীবালা গালর্স স্কুলের মাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁকুড়া জেলার ইন্দাসের বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায়। দু’দিনে চারটি নাটক মঞ্চস্থ করে কলকাতার বিভাব নাট্যগোষ্ঠী, শান্তিপুর সাংস্কৃতিক সংসদ ও আকুই সংস্কৃতি সংসদ।
|
সাংস্কৃতিক উৎসব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দিশা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে গড়বেতার দলদলিতে সংস্কৃতি উৎসব পালিত হল তিনদিন ধরে। রবিবার তা শেষ হয়েছে। অনুষ্ঠানে ছিল স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা সভা, বিবেকানন্দকে নিয়ে চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী, নাটক, নৃত্য, ক্যুইজ। এই নিয়ে উৎসবটি ৪ বছরে পা দিল। উদ্যোক্তাদের মতে, এলাকায় সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরি করতেই এই ধরনের উৎসবের আয়োজন। |
সিনেমা নিয়ে নয়া কমিটি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কমলহাসনের ছবি ‘বিশ্বরূপম’ নিয়ে জটিলতার জেরে সিনেমাটোগ্রাফ আইনকে আরও কঠোর করতে উদ্যোগী হল কেন্দ্র। এই উদ্দেশ্যে বতর্মান আইনটি খতিয়ে দেখার জন্য সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মুকুল মুদগলের নেতৃত্বে আট সদস্যের একটি বিচারবিভাগীয় কমিটি গঠন করেছে। কমিটিতে শর্মিলা ঠাকুর এবং জাভেদ আখতারও রয়েছেন। সেন্সর বোর্ড ছাড়পত্র দেওয়ার পরে কোনও ছবিকে যাতে আটকানো না হয়, সেই ব্যাপারটিও নিশ্চিত করবে এই কমিটি। |