বিশেষ অভিযান চালিয়ে প্রায় ছ’হাজার জাল সিডি আটক করলো বর্ধমান থানার পুলিশ। এর মধ্যে বিভিন্ন বাংলা সিনেমা, কিছু অশ্লীল সিডি, ডিভিডি ও ডিভিডি রাইটার মেশিন রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে বর্ধমানের বিভিন্ন জায়গায় জাল সিডি বিক্রি হচ্ছে। এ দিন শহরের পারকার্স রোডের একটি মার্কেট কমপ্লেক্সে, গুরুদ্বারের কাছে, তিনকোনিয়া বাসস্ট্যান্ড প্রভৃতি জায়গায় হানা দিয়ে ৬ হাজার সিডি আটক ও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ জানায়, প্রায় লক্ষাধিক টাকার সিডি আটক করা হয়েছে। তবে এই জাল সিডি, ডিভিডি তৈরির মূল দুই পান্ডাকে এখনও ধরা যায়নি। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
|