এক দিনের মধ্যে দু’টি সোনার দোকানে চুরি আসানসোল ও রূপনারায়ণপুরে।
সোমবার রাত ন’টা নাগাদ সালানপুরের রূপনারায়ণপুর সংলগ্ন সামডি রোডে দোকান বন্ধ করার সময় সোনার দোকানের মালিককে রিভলবারের বাট দিয়ে মেরে লক্ষাধিক টাকার লুঠ করে নিয়ে পালায় চার দুষ্কৃতী। নগদ টাকার পাশাপাশি ও দুষ্কৃতীরা সোনার অলঙ্কার নিয়েও চম্পট দেয় বলে অভিযোগ। পুলিশের কাছে নিজের অভিযোগে ওই সোনার দোকানের মালিক সুবোধ কর্মকার জানিয়েছেন, ঘটনার সময় তিনি দোকান বন্ধ করতে যাচ্ছিলেন। দু’টি মোটর বাইকে চেপে চার দুষ্কৃতী আচমকা তাঁর দোকানে হানা দেয়। রিভলবারের বাট তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। মাত্র পনেরো মিনিটের মধ্যেই ওই দুষ্কৃতীরা লুঠপাট করে ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যায় বলে তাঁর দাবি। অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্ত শুরু হয়েছে। |
এর আগে রবিবার রাতে আসানসোল উত্তর থানার কাল্লায় শাটার ভেঙে একটি সোনার দোকানে চুরি হয় বলে অভিযোগ। পুলিশ জানায়, দোকানের মালিক সঞ্জীব মোদী লিখিত অভিযোগে জানান, রবিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। সোমবার সকালে দোকান খুলতে এসে দেখেন শাটার ভাঙা। আসানসোল উত্তর থানার পুলিশ এসে দেখে, দুষ্কৃতীরা যথেচ্ছ লুঠ পাট চালিয়েছে। পুলিশ জানায়, দুষ্কৃতীদের খোঁজ চলছে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশকুমার চাডিয়া জানান, উত্তর থানার পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন বলে দাবি করেছেন। এলাকায় অপরাধ বাড়ার কথা মেনেছে পুলিশও। শনিবার রাতেই এলাকায় প্রচুর আগ্নেয়াস্ত্র মেলে। গ্রেফতার হয় এক দুষ্কৃতীও। |