আবাসিক ও অনাবাসিক ছাত্রদের মধ্যে মারামারি হল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে। সোমবার ওই ঘটনার জেরে ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ। কলেজ কর্তৃপক্ষ বৈঠকে বসেন। ঘটনায় জড়িত দুই ছাত্রকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। সে দিন দুই আবাসিক ছাত্রের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক অনাবাসিক ছাত্র। তখনকার মতো মিটে গেলেও সোমবার সকাল থেকে ফের গোলমাল শুরু হয়। |