মিড-ডে মিলের নিম্ন মানের খাবার, ছাত্রছাত্রীদের দিয়ে নোংরা সাফাই করানোর অভিযোগে বাহাদুরপুর বাসুলীবালা প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও পড়ুয়ারা। ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র বিশ্বরূপ কুমার জানায়, মিড-ডে মিলের ভাতে প্রায় দিনই পোকা মেলে। কুকুর ছাগলকেও একই খাবার দেওয়া হয়। এমনকী বিদ্যালয়ের নোংরাও তাদের দিয়ে পরিষ্কার করানো হয়। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন গড়াইয়ের দাবি, সাফাই করানোর অভিযোগ মিথ্যা। তিন টাকা তেত্রিশ পয়সা বরাদ্দে যে খাবার দেওয়া সম্ভব, তাই দেওয়া হয়। |