টুকরো খবর
মিড-ডে মিল নিয়ে বিক্ষোভ
মিড-ডে মিলের নিম্ন মানের খাবার, ছাত্রছাত্রীদের দিয়ে নোংরা সাফাই করানোর অভিযোগে বাহাদুরপুর বাসুলীবালা প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও পড়ুয়ারা। ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র বিশ্বরূপ কুমার জানায়, মিড-ডে মিলের ভাতে প্রায় দিনই পোকা মেলে। কুকুর ছাগলকেও একই খাবার দেওয়া হয়। এমনকী বিদ্যালয়ের নোংরাও তাদের দিয়ে পরিষ্কার করানো হয়। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন গড়াইয়ের দাবি, সাফাই করানোর অভিযোগ মিথ্যা। তিন টাকা তেত্রিশ পয়সা বরাদ্দে যে খাবার দেওয়া সম্ভব, তাই দেওয়া হয়।

জিলেটিন স্টিক উদ্ধার, ধৃত দুই
আসানসোল পরিবহণ দফতরের গাড়ি আটকে প্রচুর জিলেটিন স্টিক উদ্ধার করল ঝাড়খণ্ডের গোবিন্দপুর থানার পুলিশ। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গাড়িটিও আটক করা হয়েছে। ধানবাদের পুলিশ সুপার আর কে ধন জানান, একটি বড় চার চাকার গাড়িতে প্রায় ৩২০০ জিলেটিন স্টিক ভরে পাচার করা হচ্ছিল। গোবিন্দপুর থানার পুলিশ গোপন সূত্রে এই খবর পায়। ২ নম্বর জাতীয় সড়কের গোবিন্দপুর মোড়ে ওই গাড়িটি আটকায় পুলিশ। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আঞ্জু খান ও আসিফ আলি। যে গাড়িটিতে করে এই বিস্ফোরকগুলি পাচার হচ্ছিল সেটি আসানসোল পরিবহন দফতরে নিবন্ধীক। ধানবাদের পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান, এই বিস্ফোরকগুলি বাঁকুড়াতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কী কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তদন্তের স্বার্থে পুলিশ তা জানাতে চায়নি।

চাকরির দাবি
চাকরির দাবিতে সোমবার সারা দিন মাকে নিয়ে রাস্তা আটকে ইসিএলের পরিবহণ বন্ধ রাখলেন এক জমিদাতা। ২০০৬ সালে জমি অধিগ্রহণ করেছিল ইসিএল। তাতে তিন জনের জমিহারার চাকরি পাওয়ার কথা ছিল। দু’জন পেলেও এক জন চাকরি পায়নি বলে অভিযোগ। তারই জেরে পরাশকোল গ্রামের জমিহারা কাজল চট্টোপাধ্যায় মা সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়ে সারা দিন অন্ডালের পরাশকোল মোড়ে অবরোধ করে ইসিএলের পরিবহণ আটকে রাখেন। তাঁর দাবি, জমি অধিগ্রহণের পরে সাত বছর কেটে গেলেও চাকরি পাননি তিনি। ইসিএল কর্তৃপক্ষ জানান, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ডিওয়াইএফের দাবি
দলীয় কর্মীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগে সোমবার বারাবনি থানায় বিক্ষোভ দেখাল ডিওয়াইএফ। সংগঠনের রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরীর অভিযোগ, কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই পুলিশ তাঁদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢোকাচ্ছে। বারাবনি থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে বলে তাঁর দাবি। পুলিশ অবশ্য এ সব অভিযোগ মানেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.