আত্মঘাতী দুই নিগম কর্মীর পরিবারের একজন করে সদস্যকে অস্থায়ী কর্মীর নিয়োগপত্র দিতে উদ্যোগী হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম কর্তৃপক্ষ। গত শনিবার কোচবিহারের আত্মহত্যা করেন জুনিয়র ফোরম্যান পদে কর্মরত বিশ্বরুপ আচার্য। অন্যদিকে গত ডিসেম্বরে লোকনাথ দে নামের আরেক কর্মী আত্মহত্যা করেন। দুটি মৃত্যুর ঘটনার জন্য পরিবারের তরফে সংস্থার অনিয়মিত বেতনের সমস্যায় আর্থিক অনটনের অভিযোগ করা হয়। চলতি ফেব্রুয়ারি মাসে স্থায়ী কর্মীদের ওই দুই জনের পরিবারের একজন করে সদস্যকে অস্থায়ী চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার নিগমের চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের নির্দেশে মৃত বিশ্বরূপবাবুর ভাড়াবাড়িতে যান পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, “চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। এ মাসেই যাতে বিশ্বরূপবাবুর পরিবারের একজনকে অস্থায়ী পদে নিয়োগপত্র দিতে চেষ্টা হচ্ছে। লোকনাথবাবুর পরিবারের জন্য নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়াও চলছে।”
|
ধরা পড়েনি দুষ্কৃতীদল
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের কাশিবাটি এলাকায় যুবক খুনের ঘটনার ২৪ ঘন্টা পার হয়ে গেলেও দুষ্কৃতীদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার দুপুরে কাশিবাটি এলাকারই বাসিন্দা পলাশ বর্মন নামে এক যুবক বাজার থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। সেইসময় একদল দুষ্কৃতী দুটি বাইকে এসে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। পলাশের মাথার পিছনে গুলি লাগে। কয়েকটি গুলি তাঁর বুক, ঘাড় সহ শরীরের বিভিন্ন জায়গা ঘেঁষে বার হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর নিহতের বাবা পেশায় চাষি নারায়ণবাবু অজ্ঞাত পরিচয় একদল যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক খুন ও খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। তিনি জেলও খাটেন। উত্তর দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচা বলেন, “নিহতের বিরুদ্ধে একাধিক খুন ও খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। পুরানো শত্রুতার জেরে ঘনিষ্ট দুষ্কৃতীরাই পলাশবাবুকে খুন করেছে বলে মনে হচ্ছে।”
|
নিগ্রহের মামলা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বালুরঘাট হাসপাতালের সুপার বুদ্ধদেব মণ্ডলকে নিগ্রহে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী বাবলু কুণ্ডুর বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও শারীরিক নিগ্রহের ধারায় মামলা দায়ের করল পুলিশ। রবিবার পুলিশ জানায় অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ওই দুই ধারায় মামলা করে তদন্ত শুরু হয়েছে। শনিবার হাসপাতালের বহির্বিভাগে গেলে এক্সরে ইউনিটের টেকনিশিয়ান বাবলুবাবু সুপারকে অকথ্য গালাগালি দিয়ে ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ।
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি-সহ একটি নাইন এমএম রিভালবার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানা এলাকা থেকে পুলিশ হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম নাজিমূল মণ্ডল। পুলিশ জানায়, ধৃতকে জেরা করে দুষ্কৃতী দলের খোঁজ চলছে।
|
একসাথে বই দেখা। ধূপগুড়ি গ্রন্থমেলায় রাজকুমার মোদকের তোলা ছবি। |
• বছরে নয় মাস গবেষণা আর বাকি তিন মাস এক মেলা থেকে আরেক মেলায় অঙ্কের বই নিয়ে ঘুরে বেড়ানো। প্রকাশক আর বিক্রেতা হচ্ছেন মিহির সমাজদার। এক সময় স্কুলের শিক্ষকতা করতেন। তা ছেড়ে এখন অঙ্কের প্রতি বাসিন্দাদের আগ্রহ সৃষ্টিতে সচেষ্ট। এ বার তিনি ধূপগুড়ি গ্রন্থমেলায়। মিহিরবাবুর কথায়, গণিতের যুক্তি বিকৃত করে না এমন কিছু পদ্ধতিতে সঠিক অঙ্ক কষা যায়। কিছু শিক্ষক তা মানতে চান না। তাঁরাই পড়ুয়াদের কাছে অঙ্কের মতো মজাদার বিষয়টি অপ্রিয় করে তুলেছেন।
• রবীন্দ্রনাথের পর বিবেকানন্দের সার্ধশতবর্ষ। এবার পাঠকদের নজর কেড়েছে বিবেকানন্দ সার্ধশতবর্ষ উপলক্ষে এক বছর ধরে বিবেকানন্দের উপর লেখা বেশ কয়েকটি নতুন বই। সেগুলি কিনতে বেশ কিছু স্টলে ভিড়। বিবেকানন্দ সম্পর্কে নতুন কিছু জানতে অনেকে সংগ্রহ করছেন বইগুলি। তা ছাড়া মেলায় রামকৃষ্ণ মিশনের বইয়ের স্টলটিতে স্বামিজির উপর একাধিক বই রয়েছে। |