১১ দিনের শিশু কন্যাকে গলা টিপে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত গৃহধূর নাম নাম দুলালি মোহন্ত। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করেছে পুলিশ। জলপাইগুড়ি কতোয়ালি থানার নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়ার বাসিন্দা দুলালিদেবীর বিরুদ্ধে শনিবার দুপুরে শিশুকন্যাকে গলা টিপে মেরে ফেলার অভিযোগ ওঠে।
ওই বধূর স্বামী ভ্যানচালক প্রকাশবাবু শনিবার রাতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রকাশ বাবু বলেন, “স্ত্রী বরাবরই বদমেজাজের। কাজের সময়ে ছোট্ট মেয়েটি চিৎকার করে কাঁদতে থাকায়, ওর গলা টিপে ধরে বলে আমার সন্দেহ।” প্রকাশ বাবুর অভিযোগের পরে শনিবার রাতেই পুলিশ তাঁর স্ত্রীকে আটক করে। রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, মা তার শিশুটির কান্না থামাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটিয়ে ফেলেছে। তবে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।” প্রকাশবাবু জানান, গত শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পরে শিশু কন্যার মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পারেন। স্ত্রী কোনও সন্তোষজনক উত্তর দিতে পারছিলেন না।
পুলিশি জেরায় ধৃত বধূ জানায়, কাজের সময়ে বারবার শিশুকন্যার কান্না সহ্য করতে না পেরে খেপে গিয়ে মেয়েকে চুপ করাতে গলা টিপে ধরেছিলেন। মেয়ে যে মারা যাবে তা তিনি ভাবতেই পারেননি বলে পুলিশের কাছে দাবি করেছেন।
ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা নন্দনপুর বোয়ালমারী গ্রামেই। ধৃতের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দুলালিদেবী বাংলাদেশের নিলফামারারি বাসিন্দা। এলাকার এক আত্মীয়ের বাড়িতে বছর দেড়েক আগে তিনি আসেন। সেখানে থাকার সময়েই প্রকাশবাবুর সঙ্গে তাঁর পরিচয় হয়। |