পুরুলিয়া শহরের উপকন্ঠে গ্রামীণ হাটের ভিত্তিপ্রস্তর ফলক স্থাপন করলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো। শনিবার ওই অনুষ্ঠানে জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সবুজবরণ সরকার, স্থানীয় বিধায়ক কেপি সিংহ দেও প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পিছিয়ে পড়া এলাকা উন্নয়ন তহবিল থেকে তিন কোটি টাকা ব্যয়ে ৭০ ডেসিমেল জমির উপরে এই হাট গড়ে উঠবে। কাজের জন্য প্রথম দফায় ২০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই হাটে ১৫০টি স্টল থাকবে। হস্তশিল্পীরা পর্যায়ক্রমে এই স্টল বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে পারবেন। শান্তিরামবাবু বলেন “গত ৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী হুটমুড়ায় জেলার হস্তশিল্পীদের জন্য এই হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন। এ দিন তা কাজের জায়গায় লাগানো হল। কাজও শুরু হয়ে গিয়েছে।” এখানে জেলার হস্তশিল্পীরা এক ছাদের তলায় তাঁদের শিল্পসামগ্রী বিক্রয় ও প্রদর্শনের সুযোগ পাবেন।
|
দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আগুন লাগল। রবিবার রাতে পুরুলিয়া মফস্সল থানার জয়নগরের কাছে, পুরুলিয়া-বাঁকুড়া রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। দু’টি মালবাহী গাড়িতেই আগুন ধরে যায়। এর ফলে এ দিন অনেক রাত পর্যন্ত পুরুলিয়া-বাঁকুড়া ৬০এ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় কেউ জখম হননি। তবে গাড়ি দু’টির ক্ষতি হয়েছে।
|
মাঝে মধ্যেই খড়ের পালুইয়ে আগুন লাগছে বলে অভিযোগ উঠেছে বেলিয়াতোড়ের চাঁদুড়িয়া গ্রামে। তিতিবিরক্ত হয়ে বাসিন্দারা বড়জোড়ার বিডিও-র দ্বারস্থ হয়েছেন। তাঁদের দাবি, দিনে দুপুরে কী ভাবে আগুন লাগছে বোঝা যাচ্ছে না। কিন্তু একের পর এক পালুই পুড়ে যাচ্ছে। বড়জোড়ার বিডিও ইস্তেয়াক আহমেদ খান বলেন, “বদমায়েসি করে কেউ আগুন লাগাচ্ছে বলে মনে হয়। পুলিশকে খতিয়ে দেখতে বলেছি।”
|
গাড়ির ধাক্কায় সারেঙ্গা থানার করাপাড়া এলাকায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃতের নাম তুলসীদাস ধীবর (৩৬)। শনিবারের ঘটনা। স্থানীয় চিলতোড় গ্রামে তাঁর বাড়ি। দুর্ঘটনার পর বাসিন্দারা তাঁকে উদ্ধার করে একটি নার্সিংহোমে নিয়ে যান। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ গাড়িটি আটক করে। |