|
|
|
|
তৃণমূলের মিছিল-সভা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হাড়গোড় কাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে কেশপুর-সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় মিছিল করল তৃণমূল। বৃহস্পতিবার কেশপুরের রাজগ্রামের একটি পুকুর থেকে হাড়গোড় উদ্ধার হয়েছিল। তৃণমূলের দাবি, ২০০০ সাল থেকে সৌমশ্রী মণ্ডল নামে তাঁদের এক কর্মী নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া হাড়গোড় তাঁরই দেহাবশেষ। যদিও রবিবার পর্যন্ত এই নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি তুলে শনিবার কেশপুরে মিছিল করে তৃণমূল।
নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি দীনেন রায়, ব্লক সভাপতি তপন চক্রবর্তী প্রমুখ। পাশাপাশি বিভিন্ন ব্লকেও মিছিল হয়। ঘাটালের বরদাচৌকানে প্রতিবাদ সভা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অজিত দে, দিলীপ মাজী। চন্দ্রকোনা রোডের গুয়াইদহ থেকে বৌরাশোল পর্যন্ত মিছিল হয় তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর নেতৃত্বে।
রাজ্যে পালাবদলের পর প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের দেশের বাড়ি বেনাচাপড়ার দাসেরবাঁধ থেকে হাড়গোড় উদ্ধার হয়েছিল।
অভিযোগ, ২০০২ সালের ২২ সেপ্টেম্বর কেশপুরের পিয়াশালা গ্রামে সিপিএমের সশস্ত্র বাহিনী যে সাত তৃণমূল কর্মী-সমর্থককে খুন করেছিল, তাঁদেরই দেহাবশেষ ওই হাড়গোড়। এরপর পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে মাটি খুঁড়ে হাড়গোড় উদ্ধার হয়েছে। তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি তপন চক্রবর্তী বলেন, “মাটি খুঁড়লেই হাড়গোড় পাওয়া যাচ্ছে। সিপিএম ৩৪ বছরে কী করেছে, এটাই তার প্রমাণ। আমরা রাজগ্রামের ঘটনার তদন্ত দাবি করেছি।” |
|
|
|
|
|