বিশাল অঙ্কে অজানা স্পিনার
তুলে চমক নাইট রাইডার্সের
চাহিদার তালিকায় থাকা ডারেন স্যামির জন্য ‘বিড’ করেও তাঁকে পাওয়া গেল না। ক্যারিবিয়ান অধিনায়ককে তুলে নিল সান রাইজার্স হায়দরাবাদ।
অধরা থেকে গেলেন অজন্তা মেন্ডিসও। প্রাক্তন নাইটকে কলকাতা নাইট রাইডার্স নয়, তুলল পুণে ওয়ারিয়র্স।
বদলে বড়সড় অঙ্কে নাইট সংসারে এলেন যিনি, সেই সচিত্র সেনানায়কে-কে নিয়ে বাকি ফ্র্যাঞ্চাইজি কর্তারা কেউ কেউ আশ্চর্য। অনেকে বলেও ফেলছেন, নিলামে তো কেকেআরের নো প্রফিট, নো লস।
কিন্তু তাতে কী? ভারতের স্লো-টার্নারে শ্রীলঙ্কান অফস্পিনারকে দামি লগ্নি বলেই ধরছে আইপিএল ফাইভ চ্যাম্পিয়ন কেকেআর। মেন্ডিসকে পাওয়া যায়নি। কিন্তু সেনানায়কে-কে ধরা হচ্ছে ‘মেন্ডিস-টু’ হিসেবে।
কেন?
সেনানায়কের ক্রিকেট কেরিয়ার এখনও পর্যন্ত দুর্দান্ত কিছু নয়। অভিজ্ঞতা বলতে সাতটা ওয়ান ডে আর দু’টো টি-টোয়েন্টি। সম্মিলিত উইকেটসংখ্যা ৯। শ্রীলঙ্কা টিমেও নিয়মিত নন। কিন্তু ঘটনা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে শ্রীলঙ্কার এই অফস্পিনারকে কেউ সামলাতে পারেননি। বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের কোচ ট্রেভর বেলিস। যিনি কি না আবার নাইট রাইডার্স কোচও। তা হলে কি বেলিসের পরামর্শেই সেনানায়কে-কে বিরাট অঙ্কে (৬ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার, বেস প্রাইস ছিল ৫০ হাজার ডলার) কেনা হল? রাতের দিকে চেন্নাইয়ের নিলামে উপস্থিত থাকা এক কেকেআর কর্তা বলছিলেন, “বেলিসের পরামর্শ তো ছিলই। তবে সিদ্ধান্তটা আমাদের সবার। সেনানায়কের বোলিংটা বাকি স্পিনারদের চেয়ে অনেকটাই আলাদা। ও কিন্তু বাকি টিমদের ভোগাবে।” সেনানায়কে-কে পাওয়ার জন্য কেকেআর ছাড়াও ঝাঁপিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস।
শ্রীলঙ্কার অফস্পিনারের হাতে সব রকম বৈচিত্রই আছে। আর তাঁকে শুধু সুনীল নারিনের ‘ব্যাকআপ’ হিসেবে দেখা হচ্ছে না। দরকারে দুই বিদেশি স্পিনারকেও একসঙ্গে খেলাতে পারে কেকেআর। কেকেআর সিইও বেঙ্কি মাইসোর টুইট করেছেন, ‘সেনানায়কে টিমে আরও একটা দুর্দান্ত সংযোজন।’ নাইটদের দ্বিতীয় বিদেশি নেওয়া হল দক্ষিণ আফ্রিকার রায়ান ম্যাকলারেনকে। বেস প্রাইসে।
‘বেস প্রাইসে’ মাইকেল ক্লার্কও বিক্রি হয়ে গেলেন। পুণে ওয়ারিয়র্সে। যাঁকে কি না নিলামের সেরা আকর্ষণ হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু ক্লার্ক নন, দেখা গেল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উপস্থিত অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। নিলামে যিনি একমাত্র ‘মিলিয়ন ডলার’ ক্রিকেটার। ম্যাক্সওয়েলকে দশ লক্ষ মার্কিন ডলার দিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। রিকি পন্টিংকেও যারা কিনে নিল। মুম্বই ইন্ডিয়ান্সের চিফ মেন্টর অনিল কুম্বলে বলছিলেন, “ম্যাক্সওয়েল অসম্ভব প্রতিভাবান। আসন্ন ভারত সফরে অস্ট্রেলিয়া টিমেও ও থাকবে। আর পন্টিং যেমন ভাল ব্যাটসম্যান, তেমন টিমকে নেতৃত্বও দিতে পারে।” কিন্তু পন্টিংকে মুম্বইয়ের নেতৃত্বে দেখার সম্ভাবনা কতটা? শোনা যাচ্ছে সচিন তেন্ডুলকরের অধিনায়ক হওয়া মোটামুটি নিশ্চিত। যদিও মুম্বই মালকিন নীতা অম্বানী বলেছেন, “সচিন নেতৃত্ব দেবে কি না সেই সিদ্ধান্ত ওরই।”
পন্টিংয়ের অধিনায়ক-ভাগ্য শেষ পর্যন্ত কী দাঁড়াবে জানা নেই। তবে ক্লার্কের পুণে অধিনায়ক হওয়া প্রায় নিশ্চিত। গত বার পুণের নেতৃত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যুবরাজ সিংহের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে একপ্রস্থ কথাবার্তা হয়েছে পুণে কর্তাদের। অধিনায়কত্বের চাপ নয়, কর্তারা চাইছেন চাপমুক্ত যুবরাজকে। এ দিনের নিলামে ক্লার্ক ছাড়াও শ্রীলঙ্কার ‘রহস্য স্পিনার’ অজন্তা মেন্ডিস, অস্ট্রেলীয় পেসার কেন রিচার্ডসন এবং অলরাউন্ডার অভিষেক নায়ারকে নিয়েছে পুণে। টিমে আগে থেকেই আছেন রবিন উথাপ্পা, মার্লন স্যামুয়েলস, স্টিভ স্মিথরা। সঙ্গে নতুন তিন সংযোজন। সব মিলিয়ে, আইপিএল সিক্সে বাকি ফ্র্যাঞ্চাইজিদের ভাল ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিতে পারে পুণে।

আইপিএলের মঞ্চে ক্রিকেট ও বলিউডের রিইউনিয়ন। নিলাম শুরুর আগে প্রীতি জিন্টা, রাজীব
শুক্লর সঙ্গে শিল্পা শেঠি, নীতা অম্বানী-লক্ষ্মণ ও কুম্বলে-দ্রাবিড়। রবিবার চেন্নাইয়ে। ছবি: পিটিআই

কে কোথায়
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া): মুম্বই ইন্ডিয়ান্স (চার লক্ষ)
রুদ্রপ্রতাপ সিংহ (ভারত): রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (চার লক্ষ)
জোহান বোথা (দক্ষিণ আফ্রিকা): দিল্লি ডেয়ারডেভিলস (সাড়ে চার লক্ষ)
মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া): পুণে ওয়ারিয়র্স (চার লক্ষ)
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): মুম্বই ইন্ডিয়ান্স (দশ লক্ষ)
অভিষেক নায়ার (ভারত): পুণে ওয়ারিয়র্স (৬.৭৫ লক্ষ)
ডারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ): সান রাইজার্স (৪.২৫ লক্ষ)
রবি রামপল (ও. ইন্ডিজ): রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২.৯ লক্ষ)
ডার্ক ন্যানেস (অস্ট্রেলিয়া): চেন্নাই সুপার কিংস (৬ লক্ষ)
অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা): পুণে ওয়ারিয়র্স (৭.২৫ লক্ষ)
অখিলা ধনঞ্জয় (শ্রীলঙ্কা): চেন্নাই সুপার কিংস (২০ হাজার)

সব হিসেব মার্কিন ডলারে
কেকেআর যাঁদের তুলল
সচিত্র সেনানায়কে
২৮ বছর বয়সি শ্রীলঙ্কার এই অফ স্পিনারকে ধরা হচ্ছে আর এক ‘মিস্ট্রি বোলার’ হিসাবে। বিগ ব্যাশে সফল হওয়া ছাড়া ২০১১-১২ সালে শ্রীলঙ্কার ঘরোয়া এক দিনের টুর্নামেন্টে সবচেয়ে সফল বোলার। ইকনমি রেট চারের নীচে। এ ছাড়া শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে চারটে হাফসেঞ্চুরিও রয়েছে সেনানায়কের।
রায়ান ম্যাকলারেন
দক্ষিণ আফ্রিকার ৩০ বছর বয়সি এই অলরাউন্ডার এর আগে আইপিএলে খেলেছেন কিংস ইলেভেন পঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্সে। সচিনের সঙ্গে ইনিংস ওপেন করার অভিজ্ঞতাও আছে। দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে ১০৭ উইকেট নিয়েছেন, ইকনমি রেট ৭.৭৯। ব্যাটিংয়ে সর্বোচ্চ ৫১ ন.আ., স্ট্রাইক রেট ১০৮.৪১।
• বিড করেও পাওয়া গেল না ডারেন স্যামি, অজন্তা মেন্ডিসকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.