|
|
|
|
খড়্গপুরে ডাকাতি, ধৃত কিশোরী |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুরে ডাকাতির ঘটনার তদন্তে নেমে এক কিশোরীকে গ্রেফতার করল পুলিশ।
ধৃত হায়াতুন্নেসা খাতুনের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের আমনপুরে। ডাকাতির সময় খোওয়া যাওয়া একটি মোবাইল ওই কিশোরী কাছ থেকে উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ওই কিশোরীর পরিবারেরই এক জন এই দুষ্টচক্রের অন্যতম চক্রী। সেই সূত্রেই মোবাইলটি হাতে এসেছিল ওই কিশোরীর। শুক্রবার তাকে গ্রেফতার করার পরে শনিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল। তবে অভিযুক্তপক্ষ জানায়, সে নাবালিকা। প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্রও আদালতকে দেখানো হয়। আজ, সোমবার ওই কিশোরীকে জুভেনাইল আদালতে হাজির করা হবে। পুলিশের বক্তব্য, তদন্তে নেমে ইতিমধ্যে একটি সূত্র মিলেছে। ওই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে। খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “ডাকাতির ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। একটি মোবাইল উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ পেতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে।” গত ১৩ ডিসেম্বর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে খড়্গপুর ২ নম্বর ব্লকের খাটরাঙা এলাকায়। সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল ভোলানাথ অধিকারীর বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে বাড়িতে ঢুকে প্রায় ৩৫ ভরি গয়না এবং প্রায় ৪ লক্ষ টাকা লুঠ করে পালিয়ে যায় দলটি। গয়না এবং নগদ টাকার পাশাপাশি বাড়ি থেকে দু’টি মোবাইলও নিয়ে পালায় দুষ্কৃতী দল। খোওয়া যাওয়া মোবাইলের সূত্র ধরে তদন্ত এগোয় পুলিশ। জানা যায়, একটি মোবাইল আমনপুরের ওই কিশোরী ব্যবহার করছে। এরপরই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, দুস্কৃতীদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশিও চালানো হচ্ছে। |
|
|
|
|
|