|
|
|
|
বিপর্যয় মোকাবিলায় উদ্যোগ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিপর্যয় মোকাবিলায় মহকুমা স্তরে ছোট উদ্ধারকারী দল (মিনি ক্যুইক রেসকিউ টিম) গড়ে তোলার উদ্যোগ শুরু হল। এর জন্য তৈরি হবে নতুন ব্যারাক। সেখানে থাকবেন ওই দলের সদস্যরা। বিপর্যয়ের খবর পেলেই তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছবেন। এখনও অবধি একমাত্র জেলার খড়্গপুরেই সিভিল ডিফেন্সের দফতর রয়েছে। মহকুমা স্তরে এই ব্যারাক তৈরি হলে কাজের ক্ষেত্রে সুবিধে হবে বলে মনে করছে প্রশাসন মহল। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুমন ঘোষ বলেন, “ব্যারাক তৈরির জন্য জমি চিহ্ণিত হয়েছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” জেলা প্রশাসন সূত্রে খবর, ব্যারাকের জমি চিহ্ণিত করার জন্য আগেই মহকুমাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল। তা নিয়ে চিঠি পাঠিয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)। তার ভিত্তিতেই পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর, ঝাড়গ্রাম, ঘাটাল এবং মেদিনীপুর সদরএই চারটি মহকুমাতে ব্যারাক তৈরির পরিকল্পনা হয়েছে। প্রতিটি ব্যারাকে যাতে অন্তত ২০ জন থাকতে পারেন, সেই মতো পরিকাঠামো গড়ে তোলা হবে। মেদিনীপুর বাদে বাকি তিনটি মহকুমায় মহকুমা সদরের আশপাশেই জমিও চিহ্ণিত করা হয়েছে। মেদিনীপুর সদরের ক্ষেত্রে চন্দ্রকোনা রোডে এবং খড়্গপুরের চৌরঙ্গিতে ‘ক্যুইক রেসকিউ টিম’-এর সদস্যদের থাকার জন্য ব্যারাক তৈরি হবে। সিভিল ডিফেন্স দফতরই পুরো বিষয়টি দেখবে। জেলার মধ্যে ঘাটাল মহকুমা বন্যাপ্রবণ বলে পরিচিত। ঘাটাল ছাড়াও খড়্গপুর ১ ও ২ ডেবরা, নারায়ণগড়, পিংলা, সবং এলাকার বেশ কিছু এলাকায় টানা বৃষ্টি হলেই জল জমে যায়। ব্যারেজ থেকে জল ছাড়া হলে পরিস্থিতির আরও অবনতি হয়। জলের তোড়ে বাঁধ ভেঙে কখনও-কখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এমন ঘটনা ঘটলে এই উদ্ধারকারী দল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে বলে জানান জেলা প্রশাসনের এক আধিকারিক। |
|
|
|
|
|