|
|
|
|
আবেগ টানতে কুম্ভে সনিয়া, রাহুল, মোদীও |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
মহাকুম্ভ যেন কুরুক্ষেত্র!
কংগ্রেস, বিজেপি দু’পক্ষই যখন লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে, রাহুল গাঁধী বনাম নরেন্দ্র মোদী লড়াই নিয়ে আলোচনাও যখন তুঙ্গে, সেই সময় দুই দলের সেনাপতিরাই এখন কুম্ভমুখী।
স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দের গেরুয়া-সন্ত্রাস নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেসকে ‘হিন্দু-বিরোধী’ আখ্যা দিয়ে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে সঙ্ঘ-বিজেপি। কুম্ভে ছুটছেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ-সহ বিজেপি ও সঙ্ঘের শীর্ষ নেতারা। কুম্ভমেলার আসর থেকে রামমন্দির আন্দোলন ফের জাগিয়ে তুলতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। তার আগেই ভিএইচপি-নেতা অশোক সিঙ্ঘল প্রধানমন্ত্রী পদে মোদীকে প্রার্থী করার পক্ষে সওয়াল করেছেন। যার পরে উজ্জীবিত মোদী কুম্ভে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মূল প্রতিদ্বন্দ্বী যখন মহাকুম্ভে হিন্দুত্বে ডুব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন পিছিয়ে থাকতে চাইছেন না কংগ্রেস নেতৃত্বও। সনিয়া গাঁধী থেকে রাহুল, সকলেই এ মাসে কুম্ভ সফর করবেন। মহাকুম্ভের আবেগকে কাজে লাগিয়ে বিপক্ষকে চাপে ফেলতে চান দু’পক্ষের দুই কাণ্ডারীই। |
|
রাহুল বা মোদীকে এখনও প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেনি দল। কিন্তু চিন্তন বৈঠকের পর রাহুলই এখন দলের মুখ। অন্য দিকে মোদীকে বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করলেও সঙ্ঘ ও দল জানে, মোদী ছাড়া এই মুহূর্তে গতি নেই। কিন্তু বিজেপি-সঙ্ঘ পরিবারের সমস্যাটাও সেই মোদীকে নিয়েই। বিশেষত সিঙ্ঘলের মন্তব্যের পরে মোদীকে ঘিরে বিতর্ক বেড়েছে। সিঙ্ঘল যে ভাবে ‘হিন্দুরা মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চান’ বলেছেন, তাতে যথেষ্টই ক্ষুব্ধ জেডিইউ। তার মধ্যেই মোদীর কুম্ভ-প্রস্তুতি নিয়ে সরব তারা।
জেডিইউ নেতা শিবানন্দ তিওয়ারি বলেছেন, “দেশের প্রধানমন্ত্রী কে হবেন, সেটা কি সাধুরা ঠিক করবেন? এটা তো রাজনৈতিক দলের স্থির করা উচিত!” জেডিইউয়ের দাবি, নীতীশ কুমার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই। কিন্তু বিজেপি অবিলম্বে এনডিএ-র বৈঠক ডেকে স্থির করুক, কাকে তারা প্রধানমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করতে চায়। এ দিকে, সদ্য কুম্ভ-ফেরত বিজেপির সংখ্যালঘু নেতা মুখতার আব্বাস নকভি বলেছেন, “এ দেশে সাধু-সন্তদের অবদানের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। তাঁদের যদি মত প্রকাশের অধিকার না থাকে, তা হলে কি হাফিজ সইদ ঠিক করবেন, কে প্রধানমন্ত্রী হবেন?” মোদী-ঘনিষ্ঠ বলবীর পুঞ্জ বলেন, “সাধু-সন্তরা কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে তা নিয়ে কেন এত শোরগোল হচ্ছে?” বিজেপির আর এক নেতা কীর্তি আজাদও মোদীর হয়েই সুর চড়িয়েছেন।
প্রধানমন্ত্রী নিয়ে বিতর্কের মধ্যেই আজ মুলায়ম সিংহের নাম ভাসিয়ে দিল সমাজবাদী পার্টি। তাদের মতে, মোদী বা রাহুল নন, মুলায়ম সিংহই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। তাঁদের প্রবল প্রতিপক্ষ মায়াবতীও ক’দিন আগেই শিন্দের মন্তব্যের কড়া বিরোধিতা করে হিন্দু আবেগ টানতে
সক্রিয় হয়েছেন। |
|
|
|
|
|