টুকরো খবর
রামকিঙ্করের নামে উদ্যান
আনুষ্ঠানিক উদ্বোধনের পরে। —নিজস্ব চিত্র।
বিশ্বভারতীর মালঞ্চ বাড়িতে রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন হল ‘কিঙ্কর উদ্যান’-এর। বিশিষ্ট শিল্পী কেজি সুব্রমণ্যম ওই উদ্যানের উদ্বোধন করেন। প্রয়াত ভাস্কর রামকিঙ্কর বেইজ-এর স্মৃতিতে হওয়া এই শিল্পচর্চা কেন্দ্র কলাভবনের ‘নার্ভ সেন্টার’ হোক বলে মন্তব্য করেন শিল্পী সুব্রমণ্যম। উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বলেন, “শুধু মাত্র একটি দফতর নয়, কলাভবনের শিল্পচর্চা বিষয়ক আলোচনা, কর্মশালা গড়ে উঠবে এই মালঞ্চ বাড়িতে। কিঙ্কর উদ্যানে বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্মের পাশাপাশি ব্রোঞ্জ কাস্টিংও থাকবে এই উদ্যানে।” বিশ্বভারতী সূত্রের খবর, ১২৫ কোটি টাকার বিশেষ অনুদান থেকে পাওয়া অর্থানুকূল্যে এই কিঙ্কর উদ্যানকে ঢেলে সাজানো হবে। আগামী দিনে পরিকল্পনায় থাকা আইনস্টাইন ভবন-সহ একাধিক বিষয় বাস্তবায়িত করা হবে।

গাড়ির ধাক্কায় দুই যুবকের মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। শনিবার গভীর রাতে রামপুরহাটের মনসুবা মোড়ের কাছে ৬০ নম্বর রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতদের নাম অজয় মুখোপাধ্যায় (৪০) ও কাজীরুল শাহ (১৮)। অজয়বাবুর বাড়ি রামপুরহাট বাসস্ট্যান্ড এলাকায়। দ্বিতীয় জন রামপুরহাট থানার বড়শালের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মোটর বাইকে চেপে ওই দুই আরোহী এলাকার একটি হেটেলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা রামপুরহাটগামী একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। দু’জনকেই উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অজয়বাবু মারা যান। কাজীরুলকে রামপুরহাট থেকে বর্ধমানে নিয়ে যাওয়ার চেষ্টা হলে পথেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রামপুরহাট হাসপাতালে ফিরিয়ে নিয়ে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

লোক আদালতে মামলার নিষ্পত্তি
ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সোমেশপ্রসাদ সিংহের তদারকিতে রবিবার ‘মেগা লোক আদালত’ হল বোলপুরে। বিচারক সঙ্ঘমিত্রা পোদ্দার, পীযূষ ঘোষ, মৈনাক দাশগুপ্ত-সহ বোলপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তপনকুমার দে, সঞ্জয় জয়সওয়াল, মহম্মদ সামসুজ্জোহাকে নিয়ে মোট ছ’জন বিচারক তিনটি পৃথক বেঞ্চে ৪০০-রও বেশি মামলা নিষ্পত্তি করেন। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল ও জয়ন্ত পণ্ডিত বলেন, “মোটর যান, অপরাধ দমন, ব্যাঙ্ক ঋণ-সহ একাধিক বিষয়ে মামলার নিষ্পত্তি করা হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.